ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বেক্সিমকো গ্রুপের ৩ কোম্পানির বিশেষ নিরীক্ষার সিদ্ধান্ত

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ১১:২৫, ১১ ডিসেম্বর ২০২৪

বেক্সিমকো গ্রুপের ৩ কোম্পানির বিশেষ নিরীক্ষার সিদ্ধান্ত

বেক্সিমকো গ্রুপ

বেক্সিমকো গ্রুপের বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইনপুকুর সিরামিকসের বিশেষ নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর বিগত ৫ বছরের বিশেষ নিরীক্ষা করা হবে। এতে কোম্পানিগুলোর টাকা অন্যত্র সরানো হয়ে থাকলে ভবিষ্যতে তা বন্ধ হবে এবং ফেরত আনার চেষ্টা করা হবে। এতে করে বিনিয়োগকারীরা উপকৃত হবে।

এম হাসান

×