ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

তিনদিনে মূলধন বেড়েছে ৫৮ হাজার কোটি টাকা

প্রকাশিত: ১৭:৫১, ৯ আগস্ট ২০২৪

তিনদিনে মূলধন বেড়েছে ৫৮ হাজার কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)

শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর গত মঙ্গলবার থেকে ফুঁলে ফেপে উঠেছে পুঁজিবাজার। এরই ধারায় গত তিন কর্মদিবসে (৬ থেকে ৮ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক উত্থান হয়েছে ৬৯৫ পয়েন্ট। আলোচিত তিনদিনে ডিএসইতে মূলধন বেড়েছে ৫৮ হাজার ৪৬৮ কোটি টাকা। সপ্তাহটির শেষ কর্মদিবস গতকাল বৃহস্পতিবার লেনদেন বেড়ে ১৬ কোটি টাকার ঘরে চলে এসেছে। 

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, ডিএসইতে প্রধান সূচক উত্থানে পার করল গত সপ্তাহ (৪ থেকে ৮ আগস্ট)। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে ৭৪ দশমিক ৩৪ শতাংশ। বাজারে মূলধন বেড়েছে সাত দশমিক ৭৪ শতাংশ। কোম্পানির শেয়ারে দর উত্থান ৮২ শতাংশ। 

গত ১০ অক্টোবর পুঁজিবাজারে সরকারি বন্ডের লেনদেন শুরু হয়। এরপর ডিএসইতে ২৫০ বন্ডের লেনদেন হয়। এতে ডিএসইর শেয়ারবাজার মূলধন ২ লাখ ৫২ হাজার ২৬৩ কোটি ১৩ লাখ টাকা থেকে বেড়ে ৭ লাখ ৭৩ হাজার ৯৩৯ কোটি ৫৮ লাখ টাকায় দাঁড়িয়েছিল। এরপর গত ২৭ অক্টোবর শেয়ারবাজার মূলধন কমে দাঁড়িয়েছিল সাত লাখ ৬৯ হাজার ৪৬৫ কোটি ৭২ লাখ টাকা। 

গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজার মূলধন দাঁড়ায় সাত লাখ তিন হাজার ৯১৩ কোটি আট লাখ টাকায়। আগের সপ্তাহের বৃহস্পতিবারে এই মূলধন ছয় লাখ ৫৩ হাজার ৩৬৮ কোটি ছয় লাখ টাকায়। সবশেষ এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে মূলধনের পরিমাণ বেড়েছে ৫০ হাজার ৫৪৫ কোটি দুই লাখ টাকা। 

 এসআর

×