
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। চলতি মাসের শুরু থেকে প্রবাসী আয় বেড়ে যাওয়ায় এবং রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকায় রিজার্ভে দেখা দিয়েছে এই ঊর্ধ্বগতি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, বুধবার (৩০ এপ্রিল) পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে এই পরিমাণ দাঁড়ায় ২২ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ১৭ এপ্রিল পর্যন্ত দেশের মোট রিজার্ভ ছিল ২৬ দশমিক ৭৩ বিলিয়ন ডলার এবং আইএমএফ হিসাব অনুযায়ী ছিল ২১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের একাধিক রিজার্ভ হিসাবের মধ্যে একটি বিশেষ হিসাব রয়েছে, যা শুধু আইএমএফকে জানানো হয়। এতে এসডিআর (স্পেশাল ড্রয়িং রাইটস), ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং হিসাব এবং আকুর বকেয়া বাদ দিয়ে ব্যয়যোগ্য প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়। এই হিসাবে বর্তমানে দেশের প্রকৃত ব্যবহারযোগ্য রিজার্ভ রয়েছে প্রায় ১৬ বিলিয়ন ডলারের কাছাকাছি।
বিশ্লেষকদের মতে, রিজার্ভ বৃদ্ধির এই ধারা বজায় থাকলে আগামী দিনে দেশের আমদানি ব্যয় মোকাবেলায় স্বস্তি আসবে অর্থনীতিতে।
রাজু