
ছবি: সংগৃহীত
চ্যালেঞ্জিং বাজার পরিস্থিতি সত্ত্বেও ২০২৪ সালে ব্র্যাক ব্যাংক চমৎকার আর্থিক সাফল্য অর্জন করেছে। বছরজুড়ে ব্যাংকটি একীভূত ভিত্তিতে নিট কর পরবর্তী মুনাফা (NPAT) ৭৩% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১,৪৩২ কোটি টাকায়, যা ২০২৩ সালে ছিল ৮২৮ কোটি টাকা। স্ট্যান্ড-অ্যালোন ভিত্তিতে ব্যাংকের নিট মুনাফা দাঁড়িয়েছে ১,২১৪ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৬৬% বেশি।
মঙ্গলবার (২৯ এপ্রিল) একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায়, ২০২৪ সালের আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, ব্র্যাক ব্যাংকের আমানত বেড়েছে ৩৪% এবং ঋণ ও অগ্রিম প্রদান বেড়েছে ২০%, যা শিল্প গড় প্রবৃদ্ধির তুলনায় অনেক বেশি।
২০২৪ সালে ব্যাংকটি তাদের রিটেইল ব্যাংকিং সেগমেন্টে নতুন ৩.৫ লাখেরও বেশি গ্রাহক যুক্ত করেছে, যার ফলে মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখের বেশি। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (CMSME) খাতে নতুন এক লক্ষাধিক গ্রাহক যুক্ত হয়েছে, যা গ্রামীণ অর্থনীতি এবং উদ্ভাবনী উদ্যোক্তাদের সহায়তায় ব্যাংকটির অঙ্গীকারকে প্রতিফলিত করে। কর্পোরেট ব্যাংকিং বিভাগেও গ্রাহক সংখ্যা বেড়ে হয়েছে ৯,৫০০।
ব্যাংকের ইকেওয়াইসি প্রক্রিয়ায় ২০২৪ সালে ৭৭% নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে। অ্যাপ-ভিত্তিক ‘আস্থা’ সেবায় গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখের বেশি। অ্যাপটির মাধ্যমে ২.৭ কোটি লেনদেন হয়েছে যার আর্থিক মূল্য ১.৫ লাখ কোটি টাকার বেশি।
২০২৪ সালে ব্র্যাক ব্যাংক শিল্পখাতে প্রদত্ত মোট জামানতবিহীন CMSME ঋণের ৪৩% দিয়েছে। নারী উদ্যোক্তা সহায়তায় "উদ্যোক্তা ১০১" প্রোগ্রামের আওতায় ২১০ জন নারীকে সহায়তা করেছে। কৃষি খাতে ব্যাংকটি ৯৭৯ কোটি টাকা ঋণ দিয়েছে, যা গ্রামীণ উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
২০২৪ সালে ব্যাংকটির মাধ্যমে ৩.৩৩ বিলিয়ন মার্কিন ডলার আমদানি এবং ২.০৬ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়েছে। পাশাপাশি সবুজ কারখানা ও টেকসই অর্থায়নেও ব্র্যাক ব্যাংক অবদান রেখে চলেছে।
২০২৪ সালে ব্যাংকটি কর বাবদ জাতীয় কোষাগারে দিয়েছে ১,৯৩৯ কোটি টাকা।
ব্র্যাক ব্যাংকের বিস্তৃত নেটওয়ার্ক বর্তমানে ২৬৩টি শাখা ও সাব-শাখা, ৩২৯টি এটিএম, ৪৪৬টি SME ইউনিট অফিস এবং ১,১১৯টি এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে গঠিত। এই অবকাঠামো ব্যাংকটির সারাদেশে সহজ ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি তুলে ধরে।
-
একীভূত ভিত্তিতে প্রতি শেয়ারে আয় (EPS) বেড়ে হয়েছে ৬.৯৫ টাকা (২০২৩: ৪.৩০ টাকা)
-
প্রতি শেয়ারে নিট সম্পদ মূল্য (NAV) হয়েছে ৪৪.১১ টাকা (২০২৩: ৩৭.৬০ টাকা)
-
প্রতি শেয়ারে নিট নগদ প্রবাহ (NOCFPS) দাঁড়িয়েছে ৬০.৯১ টাকা (২০২৩: ৩৭.০৫ টাকা)
-
একীভূত ভিত্তিতে সম্পদের উপর রিটার্ন (RoA): ১.৫১%, ও ইকুইটির উপর রিটার্ন (RoE): ১৯.৮০%
-
NPL (অফেরতযোগ্য ঋণের হার) কমে হয়েছে ২.৬৩% (২০২৩: ৩.৩৮%)
-
মোট আয় বেড়েছে ৩৯% এবং পরিচালন ব্যয় বেড়েছে ১৮%, যা মূলত প্রযুক্তি, মানবসম্পদ ও অবকাঠামোতে বিনিয়োগের কারণে
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর এফ হোসেন বলেন, “২০২৪ সালের সাফল্য আমাদের গ্রাহক, সমাজ ও দেশের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা ভবিষ্যতেও উদ্ভাবন, ক্ষমতায়ন ও টেকসই উন্নয়নে অব্যাহতভাবে অবদান রাখতে প্রস্তুত।”
রবিউল হাসান