
ছবিঃ সংগৃহীত
চলমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২৬.৭৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
রোববার (২৭ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এই তথ্য জানায়। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর হিসাবপদ্ধতি অনুযায়ী প্রকৃত রিজার্ভের পরিমাণ কিছুটা কম—২১.৪৩ বিলিয়ন ডলার।
এই ভিন্নতা কেন? আসলে, আইএমএফ-এর হিসাব একটু বেশি কঠোর। তারা যে পদ্ধতি (BPM6) অনুসরণ করে, তাতে কিছু দায়বদ্ধ অর্থ বাদ পড়ে, যার ফলে রিজার্ভের পরিমাণ তুলনামূলকভাবে কম দেখায়।
যদিও সংখ্যাটা আমাদের আগের দিনের তুলনায় অনেক কম, তবুও এটিকে একেবারে হতাশার খবর হিসেবে দেখা যাবে না। কারণ ভালো খবরও আছে—রেমিট্যান্স আসা বেড়েছে, রপ্তানি আয়ও কিছুটা বাড়ছে। এসব কারণে ডলারের দাম ৫০-৭০ পয়সা পর্যন্ত কমে গেছে, যা দেশের অর্থনীতির জন্য একটু স্বস্তির বার্তা।
এদিকে বড় ঋণখেলাপিদের সম্পত্তি নিলামে তোলার উদ্যোগ নিয়েছে ইসলামী ব্যাংক। সেলাম গ্রুপের স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও তেলের কারখানা ইতোমধ্যেই নিলামের তালিকায় এসেছে—এই প্রক্রিয়ায় প্রায় ২১৮০ কোটি টাকা ফেরত আনার চেষ্টা চলছে।
সব মিলিয়ে, অর্থনীতির সামনে অনেক চ্যালেঞ্জ থাকলেও, কিছু ভালো দিকও আছে। এই সময়টাতে আমাদের সবাইকে একটু সচেতন থাকতে হবে, এবং সরকারের নীতি ও পদক্ষেপগুলো পর্যবেক্ষণ করা জরুরি।
তথ্যসূত্রঃ https://www.tbsnews.net/economy/forex-reserves-stands-2679b-bb-1127856
মারিয়া