ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

ওয়ালটনের নতুন স্মার্টওয়াচ ‘টিক এএমএক্স১৩’: স্মার্ট ফিচার ও স্টাইলের পা

প্রকাশিত: ২১:১৬, ২৬ এপ্রিল ২০২৫

ওয়ালটনের নতুন স্মার্টওয়াচ ‘টিক এএমএক্স১৩’: স্মার্ট ফিচার ও স্টাইলের পা

ওয়ালটনের নতুন স্মার্টওয়াচ ‘টিক এএমএক্স১৩

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টওয়াচ ‘টিক এএমএক্স১৩’ (TICK AMX13)। আধুনিক প্রযুক্তি, দৃষ্টিনন্দন ডিজাইন এবং অল-ইন-ওয়ান স্মার্ট ফিচারের এক ব্যতিক্রমী সংমিশ্রণ এই নতুন স্মার্টওয়াচ। স্টাইল, স্বাস্থ্য সচেতনতা ও প্রতিদিনের ডিজিটাল কন্ট্রোলের জন্য ওয়ালটনের ‘টিক এএমএক্স১৩’ স্মার্টওয়াচটি হতে পারে পারফেক্ট চয়েস। ১ বছরের ওয়ারেন্টিসহ স্মার্টফোনটির মূল্য মাত্র ৪,৮৫০ টাকা।

দেশের সকল ওয়ালটন প্লাজার পাশাপাশি অনলাইনের ওয়ালটন ডিজিটেক ওয়েবসাইট থেকেও এটি ক্রয় করা যাবে।  অ্যাপ স্টোর কিংবা প্লে স্টোর থেকে ‘ওয়ালটন টিক’ অ্যাপ ডাউনলোড করে গ্রাহকরা সহজেই তাদের স্মার্টফোনের সঙ্গে ‘টিক এএমএক্স১৩’ ইনস্টল এবং ব্যবহার করতে পারবেন। ৩৫০ এমএএইচ ব্যাটারি থাকায় একবার চার্জে স্মার্টওয়াচটি ৮-১০ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে।

×