ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

আপনারা না দাঁড়ালে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারতো না: ড. ইউনূস

প্রকাশিত: ২৩:২৬, ২৪ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:২৭, ২৪ এপ্রিল ২০২৫

আপনারা না দাঁড়ালে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারতো না: ড. ইউনূস

ছবিঃ সংগৃহীত

দেশের জন্য প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, “আপনারা না দাঁড়ালে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারতো না।”

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতারের বাংলাদেশ কমিউনিটির সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

কীভাবে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, সে কথা উল্লেখ করে অনুষ্ঠানে ড. ইউনূস বলেন, “আপনারা বড় রকমের সহযোগিতা করেছেন, বিশেষ করে এই বিপদের দিনে। আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারতো না। আপনারাই তাকে শক্ত করে রেখেছেন এই পর্যন্ত।”

তিনি আরও বলেন, “আমাকে কাতারের যে এনার্জি মিনিস্টার ধন্যবাদ জানিয়েছেন, তিনি বলেছেন, ওরা এত তাড়াতাড়ি টাকা পরিশোধ করবে—এটা আমরা আশা করিনি। এটা আপনাদের সহায়তার জন্য সম্ভব হয়েছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ—দেশের পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে।”

সূত্রঃ https://youtu.be/etScxdNVqE4?si=SCyYiiWP6O2R2XKH

ইমরান

×