ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সৈয়দ মঞ্জুর এলাহীর ৩৭ কোটি টাকার শেয়ার পেলেন দুই সন্তান

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২২:৪৯, ২৪ এপ্রিল ২০২৫

সৈয়দ মঞ্জুর এলাহীর ৩৭ কোটি টাকার শেয়ার পেলেন দুই সন্তান

সৈয়দ মঞ্জুর এলাহীর প্রায় ৩৭ কোটি টাকার শেয়ার পাচ্ছেন তার দুই সন্তান

বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) সদ্য প্রয়াত চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা সৈয়দ মঞ্জুর এলাহীর প্রায় ৩৭ কোটি টাকার শেয়ার পাচ্ছেন তার দুই সন্তান। ব্যাংকটির অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর হাতে ব্যাংকটির প্রায় ৩ কোটি ৪৩ লাখ ৩০ হাজার শেয়ার ছিল। তার মৃত্যুর পর উত্তরাধিকার হিসেবে এসব শেয়ার এখন তার দুই সন্তান সৈয়দ নাসিম মঞ্জুর ও মুনিজে মঞ্জুরের মধ্যে সমভাবে বণ্টন করা হচ্ছে। আজ বুধবার এমটিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এমটিবি শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি। তাই নিয়ম অনুযায়ী, ব্যাংকটির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার হস্তান্তর সংক্রান্ত তথ্য স্টক এক্সচেঞ্জ ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাকে জানাতে হয়। তারই অংশ হিসেবে ব্যাংকটির সদ্য প্রয়াত চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর হাতে থাকা শেয়ার হস্তান্তরের তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে শেয়ারধারীদের জানানো হয়।

এমটিবি জানিয়েছে, সৈয়দ মঞ্জুর এলাহীর হাতে থাকা ব্যাংকটির মোট শেয়ার দুই সন্তানের মধ্যে হস্তান্তর করা হচ্ছে ৩ কোটি ১২ লাখ ৬৬ হাজার ৩২১টি। বাকি ৩০ লাখ ৬৩ হাজার ৬৩২টি শেয়ার হস্তান্তর নিষেধাজ্ঞা বা লকইনে থাকায় আপাতত সেগুলোর হস্তান্তর করা হচ্ছে না।

হস্তান্তর নিষেধাজ্ঞার মেয়াদ শেষে এসব শেয়ারও উত্তরাধিকারদের মধ্যে হস্তান্তর করা হবে। বর্তমানে যেসব শেয়ার হস্তান্তর করা হচ্ছে, তা প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর ও মেয়ে মুনিজে মঞ্জুরের মধ্যে সমভাবে বণ্টন করা হবে। ঢাকার শেয়ারবাজারে আজদিন শেষে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ১১ টাকা ৭০ পয়সা। সেই হিসাবে ৩ কোটি ১২ লাখ ৬৬ হাজার ৩২১টি শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় ৩৬ কোটি ৫৮ লাখ টাকা। সেই হিসাবে প্রয়াত বাবার কাছ থেকে সৈয়দ নাসিম মঞ্জুর ও মুনিজে মঞ্জুর উভয়ই ১৮ কোটি ২৯ লাখ টাকার সমমূল্যের শেয়ার পাচ্ছেন।

এমটিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সৈয়দ নাসিম মঞ্জুর ব্যাংকটির একজন প্লেসমেন্ট শেয়ারধারী। আর মুনিজে মঞ্জুর সাবেক পরিচালক ও উদ্যোক্তা শেয়ারধারী। গত ১২ মার্চ সৈয়দ মঞ্জুর এলাহী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

×