ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

নেগেটিভ ইক্যুইটি ক্যানস‌ারের ম‌তো, দ্রুত সমাধান প্রয়োজন: বিএসইসি চেয়ারম্যান

অর্থনৈ‌তিক রি‌পোর্টার

প্রকাশিত: ২১:৫১, ২২ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:৫১, ২২ এপ্রিল ২০২৫

নেগেটিভ ইক্যুইটি ক্যানস‌ারের ম‌তো, দ্রুত সমাধান প্রয়োজন: বিএসইসি চেয়ারম্যান

ছবিঃ সংগৃহীত

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, ‘নেগেটিভ ইক্যুইটি পুঁজিবাজারের ক্যানসার। যত দ্রুত সম্ভব এর সমাধান করা প্রয়োজন।’

মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটি কমিশন ভবনে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) নেতৃত্বে শীর্ষ ২০টি ব্রোকারেজ হাউসসমূহের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে বিএসইসির পরিচালক আবুল কালাম স্বাক্ষরিত এক সাংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিজি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে পুঁজিবাজারের ডিবিএর নেতৃত্বে শীর্ষ ২০টি ব্রোকারেজ হাউসসমূহের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। বিকাল তিনটায় রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে বিএসইসির কর্মকর্তারা এবং শীর্ষ ব্রোকারেজ হাউসসমূহের প্রতিনিধিদের অংশগ্রহণে বৈঠকটি শুরু হয়।

অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এছাড়া বিএসইসির কমিশনার মোহসিন চৌধুরী, কমিশনার মো. আলী আকবর ও কমিশনার ফারজানা লালারুখ বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জসমূহসহ নেগেটিভ ইক্যুইটির বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সঠিক পরিকল্পনার মাধ্যমে নেগেটিভ ইক্যুইটির কার্যকর সমাধান বাস্তবায়নের কথা বলেন।

তিনি বলেন, ‘সব সংশ্লিষ্ট পক্ষ ও অংশীজনরা মিলে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দেন। নেগেটিভ ইক্যুইটিকে যত দ্রুত সম্ভব এর সমাধান করা প্রয়োজন।’

আরশি

×