ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

রাতারাতি কমল পোল্ট্রি ও গবাদিপশুর খাদ্যের দাম

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ০১:১০, ২২ এপ্রিল ২০২৫

রাতারাতি কমল পোল্ট্রি ও গবাদিপশুর খাদ্যের দাম

সিন্ডিকেটের মাধ্যমে পোল্ট্রি ফিডের দাম বাড়ানো হচ্ছে

‘সিন্ডিকেটের মাধ্যমে পোল্ট্রি ফিডের দাম বাড়ানো হচ্ছে’ খামারিদের এমন অভিযোগের মধ্যেই রাতারাতি দাম কমেছে পোল্ট্রি ও গবাদিপশু খাদ্যের। সম্প্রতি শীর্ষস্থানীয় তিনটি খাদ্য উৎপাদনকারী কোম্পানি-সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড, প্রভিটা গ্রুপ এবং নারিশ ফিড কোম্পানি তাদের বিভিন্ন ধরনের ফিডের দাম কমানোর ঘোষণা দিয়েছে। যা রবিবার (২০ এপ্রিল) থেকেই কার্যকর হয়েছে।
ডিলার সূত্রে জানা গেছে, সিপি বাংলাদেশ তাদের বিজ্ঞপ্তিতে ব্রয়লার, সোনালি এবং গবাদিপশুর (দুগ্ধবতী, মোটাতাজাকরণ, বাছুর ও ভুসি মিশ্রণ) সবধরনের খাদ্যের দাম কেজিপ্রতি ১ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। একইসঙ্গে লেয়ার ও হাঁসের খাদ্যের দাম কেজিপ্রতি ১ দশমিক ৫০ টাকা হ্রাস করা হয়েছে।
প্রভিটা গ্রুপও একই ঘোষণা দিয়েছে। তাদের মার্কেটিং বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্রয়লার, সোনালি ও গবাদিপশুর খাদ্যের দাম কেজিপ্রতি ১ টাকা এবং লেয়ার খাদ্যের দাম কেজিপ্রতি ১ দশমিক ৫০ টাকা কমানো হয়েছে।
অন্যদিকে, নারিশ কোম্পানিও ব্রয়লার, সোনালি ও গবাদিপশুর (দুগ্ধবতী, মোটাতাজাকরণ, বাছুর ও ভুসি মিশ্রণ) সবপ্রকার খাদ্যের দাম কেজিপ্রতি ১ টাকা কমিয়েছে। পাশাপাশি, লেয়ার, হাঁস ও কোয়েলের খাদ্যের দাম কেজিপ্রতি ১ দশমিক ৫০ টাকা কমানোর সিদ্ধান্ত জানিয়েছে।
বিষয়টি নিয়ে খামারিরা বলছেন, এই তিনটি বৃহৎ কোম্পানির দাম কমানোর সিদ্ধান্ত পোল্ট্রি ও গবাদিপশু খামারিদের জন্য ইতিবাচক খবর। কারণ, দীর্ঘদিন ধরে খাদ্যের উচ্চমূল্য নিয়ে হিমশিম খাচ্ছিলেন খামারিরা। দাম কমানোর এ সিদ্ধান্ত উৎপাদন খরচ কমাতে এবং লাভ বাড়াতে সহায়ক হবে।
বিষয়টি নিয়ে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সুমন হাওলাদার বলেন, আমাদের ১০ দফা দাবির পর সরকার ও গণমানুষের চাপে দেশের ফিড কোম্পানিগুলো বাধ্য হয়ে প্রতি কেজি ফিডের দাম ১ টাকা থেকে ১ দশমিক ৫০ টাকা পর্যন্ত কমিয়েছে। এটি স্পষ্টভাবে প্রমাণ করে তারা এতদিন সিন্ডিকেট করে ইচ্ছাকৃতভাবে দাম বাড়িয়ে প্রান্তিক খামারিদের ক্ষতিগ্রস্ত করেছে। আমরা মনে করি, সরকার চাইলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে, কোম্পানিগুলোর ফিড উৎপাদন খরচ নির্ধারণ করে প্রতি কেজিতে কমপক্ষে ১০ টাকা দাম কমানো সম্ভব।

×