বিশ্ববাজারে তিন হাজার চারশ ডলারের রেকর্ড ছাড়ালো প্রতি আউন্স স্বর্ণের দাম। বাংলাদেশি টাকায় যা চার লাখ টাকারও বেশি।
এর আগে গেল ১৬ এপ্রিল প্রতি আউন্স বেড়ে তিন হাজার তিনশ ডলারে পৌঁছায়।
মূলত ট্রাম্পের শুল্ক সংক্রান্ত সিদ্ধান্তের পর থেকেই বেশ অস্থির হয় মূল্যবান এই ধাতুর দাম। গোল্ডম্যান স্যাক্স বলছে ২০২৫ সালের শেষে প্রতি আউন্স ছাড়াতে পারে তিন হাজার সাতশ ডলারস।
অবশ্য জেপি মর্গান, মর্গেন স্ট্যানলি এবং সিটি রিসার্চের তথ্য বলছে তা আবারো তিন হাজারের নিচে নামতে পারে।
সূত্র: https://www.youtube.com/watch?v=VUJOk7rr8nI
আবীর