ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

হঠাৎ যুক্তরাষ্ট্রে পণ্য পাঠানো বন্ধ করে দিল ডিএইচএল!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:১৮, ২০ এপ্রিল ২০২৫

হঠাৎ যুক্তরাষ্ট্রে পণ্য পাঠানো বন্ধ করে দিল ডিএইচএল!

ছবি: সংগৃহীত

জার্মানির ডয়চে পোস্টের (DHLn.DE) অঙ্গপ্রতিষ্ঠান ডিএইচএল এক্সপ্রেস জানিয়েছে, এপ্রিলের ২১ তারিখ থেকে তারা ৮০০ মার্কিন ডলারের বেশি মূল্যের বিশ্বব্যাপী ব্যবসা-টু-ভোক্তা (B2C) পণ্য যুক্তরাষ্ট্রে পাঠানো সাময়িকভাবে স্থগিত করতে যাচ্ছে। নতুন যুক্তরাষ্ট্রের কাস্টমস নীতিমালা অনুযায়ী পণ্য ছাড় করানোর প্রক্রিয়া দীর্ঘতর হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএইচএলের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। যদিও বিজ্ঞপ্তির তারিখ উল্লেখ ছিল না, তবে এর মেটাডেটা অনুযায়ী এটি শনিবার প্রস্তুত করা হয়।

ডিএইচএল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন কাস্টমস নিয়ম অনুযায়ী এখন থেকে ৮০০ ডলারের বেশি মূল্যের প্রতিটি চালানেই আনুষ্ঠানিক ছাড়পত্র (formal entry) গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। আগে এই সীমা ছিল ২,৫০০ ডলার, যা চলতি এপ্রিলের ৫ তারিখ থেকে পরিবর্তিত হয়েছে।

ডিএইচএল আরও জানিয়েছে, ব্যবসা-টু-ব্যবসা (B2B) চালান এই বিধিনিষেধের আওতায় না পড়লেও সেগুলোতেও বিলম্ব ঘটতে পারে। তবে ৮০০ ডলারের কম মূল্যের চালান, তা ব্যবসায়ী কিংবা ভোক্তার হোক, এই পরিবর্তনের প্রভাবের বাইরে থাকবে।

এই পদক্ষেপ অস্থায়ী বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে ডিএইচএল জানায়, তারা কাস্টমস নিয়ম অনুযায়ী হংকং থেকে যুক্তরাষ্ট্রে চালান প্রক্রিয়া চালিয়ে যাবে এবং গ্রাহকদের এই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে সাহায্য করবে। ২ মে থেকে নতুন নীতিমালার বাস্তবায়ন শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে, হংকং পোস্ট সাগরপথে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠানো সেবা স্থগিত করে। তারা অভিযোগ করে, যুক্তরাষ্ট্র চীন ও হংকং থেকে আগত পার্সেলগুলোর উপর শুল্কমুক্ত সুবিধা বাতিল করে 'বুলিং' বা জবরদস্তি আচরণ করেছে।

শহীদ

×