ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সেমিনারে অর্থ উপদেষ্টা

বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক অগ্রগতি সন্তোষজনক

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ০০:২৯, ২০ এপ্রিল ২০২৫

বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক অগ্রগতি সন্তোষজনক

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক অগ্রগতি ও অর্জন সন্তোষজনক বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
শনিবার নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটরিয়ামে ‘এম্পাওয়ারিং বাংলাদেশ : পাথওয়েস টু লিডারশিপ, ইউনিটি, অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ ৫৩ বছরেরও বেশি সময় ধরে সংগ্রাম করে এসেছে। বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। তবে সব চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা যে অগ্রগতি অর্জন করেছি, তা উল্লেখযোগ্য এবং একে মাইলফলকই বলা যায়। আমরা ইতোমধ্যে নিম্ন-মধ্যম আয়ের দেশের কাতারে পৌঁছেছি এবং স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে আছি।’
সালেহউদ্দিন বলেন, ‘বাংলাদেশের এই অগ্রগতি সম্ভব হয়েছে সব সরকার এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায়। কোনো একক সরকার এর কৃতিত্ব নিতে পারে না।’
তিনি বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর পরই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট, প্রশাসনিক জটিলতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। এসব সমস্যার সমাধানে আমরা কাজ করছি।’ অর্থ উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক সংকট এখনো রয়েছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রয়োজন রয়েছে, আর সেটিই আমরা নিশ্চিত করতে চাই।’ তিনি আরও বলেন, ‘স্বল্প সময়ে সব খাতে সংস্কার আনা সম্ভব নয়।

আমরা অন্তর্বর্তী সরকার, আমরা কিছু ভালো সংস্কার শুরু করে যেতে চাই, যাতে পরবর্তী রাজনৈতিক সরকার তা অনুসরণ করতে পারে।’ অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা আমাদের স্বল্প সময়ের মধ্যে কিছু সংস্কার আনার চেষ্টা করছি। দীর্ঘমেয়াদে আইনগত সংস্কারসহ অন্যান্য পরিবর্তন রাজনৈতিক সরকারই বাস্তবায়ন করবে।’ তিনি বলেন, ‘যুব সমাজই আমাদের প্রধান মানবসম্পদ। তাদের প্রযুক্তি, দক্ষতা, শিক্ষা ও আধুনিক প্রশিক্ষণে যুক্ত করতে পারলে বাংলাদেশ নিশ্চিতভাবেই উপকৃত হবে।’

×