ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আসন্ন বাজেটে অগ্রাধিকার পাবে যেসব বিষয়

প্রকাশিত: ২৩:৫৯, ১৮ এপ্রিল ২০২৫; আপডেট: ০০:০০, ১৯ এপ্রিল ২০২৫

আসন্ন বাজেটে অগ্রাধিকার পাবে যেসব বিষয়

ছবিঃ সংগৃহীত

দায়িত্ব নেওয়ার পর প্রথম বাজেট উপস্থাপন করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আসন্ন বাজেটের আকার সামান্য কমিয়ে এনে গুরুত্বারোপ করা হয়েছে অনুন্নত খাত ও সামাজিক বৈষম্য কমিয়ে আনতে। সংসদ না থাকায় এবারের বাজেট ঘোষণা করা হবে প্রথাগত পদ্ধতির বাইরে।

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার চলতি ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কমিয়ে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা নির্ধারণ করতে যাচ্ছে সরকার। নতুন অর্থবছরের বাজেটে ঘাটতি ধরা হতে পারে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যেখানে চলতি বাজেটে ঘাটতি ছিল ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা।

নতুন অর্থবছরের জন্য যে বাজেট ঘাটতি ধরা হচ্ছে, তার অর্ধেকেরও বেশি আসবে বিদেশি উৎস থেকে, আর বাকি অংশ ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে ঋণ করে পূরণ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাজেটের আকার কিছুটা কমলেও পরিচালন ও অনুন্নয়ন খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে। নতুন অর্থবছরের বাজেটে এই খাতের ব্যয় ধরা হতে পারে ৫ লাখ ৪৫ হাজার কোটি টাকা।

দেশে বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি থাকলেও তা বাজেট লক্ষ্যমাত্রায় ৭ শতাংশে নামিয়ে আনতে চায় সরকার। আর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৫.৫ শতাংশ।

আগামী ২ জুন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ নতুন ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করতে পারেন। সংসদ না থাকায় এবার সংসদে বাজেট প্রস্তাব উত্থাপন করা হবে না। অর্থ উপদেষ্টা টেলিভিশনের মাধ্যমে বাজেট ঘোষণা করবেন।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর মাধ্যমে সরকারের আয়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৫ লাখ ১৮ হাজার কোটি টাকা। বাকি অর্থ ব্যাংক ব্যবস্থা, সঞ্চয়পত্র, বিদেশি উৎস ও অন্যান্য ব্যবস্থা থেকে সংগ্রহ করতে হবে। চলতি ২০২৪-২৫ অর্থবছরে এনবিআরের মাধ্যমে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে।

আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) জন্য একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে—কৃষি, কৃষিভিত্তিক শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ উৎপাদন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও ক্ষয়ক্ষতি পুনর্বাসন সংক্রান্ত প্রকল্পে অর্থ বরাদ্দে অগ্রাধিকার দেওয়া হবে।

একই সঙ্গে সবুজ ও জলবায়ু সংক্রান্ত বিশেষ প্রকল্পও গুরুত্ব পাবে। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তি খাতে অগ্রাধিকারের পাশাপাশি সমাজে বৈষম্য কমানোর পরিকল্পনা ও তা বাস্তবায়নের অঙ্গীকার থাকবে।

আসন্ন বাজেট সম্পর্কে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, “আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটটি হবে বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য বাজেট।”

তিনি আরও বলেন, “সমাজে বৈষম্য কমানোর পাশাপাশি মূল্যস্ফীতির চাপে নিম্ন আয়ের মানুষদের স্বস্তি দিতে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে উপকারভোগী সংখ্যা এবং কিছু ক্ষেত্রে ভাতার পরিমাণ বাড়ানোর উদ্যোগ থাকছে।”

নতুন অর্থবছরের বাজেট ঈদুল আজহার ছুটির আগেই উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে। বাজেট ঘোষণার পর রীতি অনুযায়ী অর্থ উপদেষ্টা বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

সূত্রঃ https://youtu.be/aBhlK4BLou0?si=C-VGzpu6ZPN8RH1T

ইমরান

×