
অর্থ মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছবিঃ সংগৃহীত
অর্থ মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার যদি ভালো কাজ না করে, তাহলে সময়ের ব্যবধানে জনগণই তাদের সরিয়ে দেবে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় সাভারের বিপিএটিসিতে অনুষ্ঠিত ৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আগের মতো নিজের আখের গোছানোর দিন আর নেই। কারণ মানুষ এখন সচেতন। এখন দেশের সবচেয়ে বড় শক্তি তরুণ সমাজ। তারাই এ দেশের ভবিষ্যৎ বলে উল্লেখ করেন উপদেষ্টা।
তিনি আরও বলেন, আমরা যেটুকু ভালো কাজ করে যাবো আপনারা সেটা ফলো করবেন, বা করতে বাধ্য হবেন। এটুকু যদি না করি তাহলে কিছুদিন পরে মানুষই আপনাকে টেনে নামিয়ে দেবে। আগের সেই দিন চলে গেছে যখন মানুষ দেশের উপকারের চেষ্টা না করে শুধু নিজের আখের গোছানোয় ব্যস্ত থাকতো।
সূত্র: https://www.youtube.com/watch?v=MsSMMejySkE
মুমু