ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নতুন ধনীদের উত্থান হবে বিটকয়েন আর সোনার হাত ধরে: মিলছে কিয়োসাকির ভবিষ্যদ্বাণী !

প্রকাশিত: ১৮:৪০, ১৭ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:৪১, ১৭ এপ্রিল ২০২৫

নতুন ধনীদের উত্থান হবে বিটকয়েন আর সোনার হাত ধরে: মিলছে কিয়োসাকির ভবিষ্যদ্বাণী !

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী একটি বড়সড় আর্থিক ধসের ইঙ্গিত দিলেন ‘রিচ ড্যাড পুওর ড্যাড’ বইয়ের বিশ্ববিখ্যাত লেখক ও অর্থনৈতিক বিশ্লেষক রবার্ট কিয়োসাকি। সম্প্রতি এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, “যে বিপর্যয়ের কথা আমি বছরের পর বছর বলে আসছিলাম, তা এখন দরজায় কড়া নাড়ছে।”

তিনি বলেন, “সোনা সর্বকালের সেরা দামে, রুপোর চাহিদা তুঙ্গে, বিটকয়েন ছুটছে দুরন্ত গতিতে। এগুলোর দিকে কান পাতুন। তারা কিছু বলছে… আপনি কি শুনছেন?”

🔻 ‘ফেক’, ‘রিচ ড্যাডস প্রফেসি’, ও ‘হু স্টোল মাই পেনশন’ বইগুলোতে বহু আগে থেকেই এই সংকটের ইঙ্গিত দিয়েছিলেন কিয়োসাকি। এবার তিনি বললেন, “স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড ও ইটিএফে যাঁরা বিনিয়োগ করেছিলেন, তাঁদের জন্য সময়টা কঠিন হতে চলেছে। মার্কিন ডলারের আসল রূপ এখন প্রকাশ পাচ্ছে—এটি দুর্নীতিগ্রস্ত ও ভঙ্গুর।”

💣 তাঁর দাবি, এক ‘গ্লোবাল ব্যাংকিং ষড়যন্ত্র’ ইতোমধ্যেই কাজ করছে, যার পেছনে রয়েছে —

ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস

ব্যাংক অফ ইংল্যান্ড

ব্যাংক অফ জাপান

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক

ও মার্কিন ফেডারেল রিজার্ভ

📉 তিনি হুঁশিয়ার করে বলেন, "এই ষড়যন্ত্র মার্কিন ডলারকে দুর্বল করছে, আর সেই সাথে সাধারণ বিনিয়োগকারীদের সঞ্চয়ও ঝুঁকির মুখে পড়ছে।"

✅ সমাধান কী? রবার্ট কিয়োসাকির মতে, এখনই সোনা, রুপো ও বিটকয়েনে বিনিয়োগ করাই হতে পারে আত্মরক্ষার একমাত্র পথ। এই সম্পদগুলোই ভবিষ্যতের নতুন ধনী শ্রেণির ভিত্তি গড়ে তুলবে বলে তার বিশ্বাস।

📌 “যাঁরা এখন থেকেই সচেতন হচ্ছেন, তারাই আগামী দিনের বিজয়ী হতে পারেন,” — বলেন কিয়োসাকি।

আসিফ

×