ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাবে শেয়ারবাজারে ঢালাও  দরপতন

প্রকাশিত: ২১:২৭, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:২৮, ১৫ এপ্রিল ২০২৫

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাবে শেয়ারবাজারে ঢালাও  দরপতন

.

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রভাবে দেশের শেয়ারবাজারে ঢালাও দরপতন দেখা দিয়েছে। মঙ্গলবার প্রধান শেয়রবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ভালো, মন্দ সব খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ফলে কমেছে সবকটি মূল্যসূচক। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে সবকটি মূল্যসূচক। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস শেয়ারবাজারে ঢালাও দরপতন হলো।
এর আগে শিল্প গ্যাসের মূল্য বাড়ানো হচ্ছে এমন গুঞ্জনে রবিবার শেয়ারবাজারে ঢালাও দরপতন হয়। শেয়ারবাজারের লেনদেন শেষ হওয়ার পর শিল্প ও ক্যাপটিভের নতুন সংযোগের ক্ষেত্রে গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিএসইসি)। এরপর মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই দরপতনের তালিকায় নাম লেখায় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। লেনদেনের শেষদিকে শেয়ারবাজারে দরপতনের মাত্রা বেড়ে যায়। ফলে এক প্রকার ঢালাও দরপতন হয় শেয়ারবাজারে। এতে সবকটি মূল্যসূচক কমেই দিনের লেনদেন শেষ হয়।
দিনের লেনদেন শেষে সব খাত মিলে ডিএসইতে ৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লেখাতে পেরেছে। বিপরীতে দাম কমেছে ২৫৫টির। আর ৪৪টির দাম অপরিবর্তিত রয়েছে। ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৯টির শেয়ার দাম বেড়েছে এবং ১৩২টির দাম কমেছে। আর ১৯টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ১১টি কোম্পানির শেয়ার দাম বাড়ার বিপরীতে ৬৭টির দাম কমেছে এবং ৫টির দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়া বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে পচা ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৬টির এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে। আর ৭টি মিউচ্যুয়াল ফান্ডের দাম বাড়ার বিপরীতে দাম কমেছে ২৪টির এবং ৫টির দাম অপরিবর্তিত রয়েছে।
সার্বিকভাবে দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসই-এক্স আগের দিনের তুলনায় ৩৭ পয়েন্ট কমে ৫ হাজার ১৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট কমে ১ হাজার ১৫৫ পয়েন্টে নেমে গেছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৩ পয়েন্টে অবস্থান করছে। এ পরিস্থিতি নিয়ে ডিএসইর একাধিক সদস্য বলেন, গ্যাসের দাম বাড়ানো হচ্ছে এই গুঞ্জন রবিবার শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার আগেই ছড়িয়ে পড়ে। এতে রবিবার শেয়ারবাজারে বড় দরপতন হয়। এরপর গুঞ্জন সত্য প্রমাণিত হয়, বিকেলে বিএসইসির ঘোষণার মধ্য দিয়ে। গ্যাসের দাম বাড়ানোর কারণে শিল্পের উৎপাদন বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। 

প্যানেল

×