ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

ডলারের দাম বাজারের ওপর ছাড়তে আইএমএফের চাপ

প্রকাশিত: ১১:২৯, ১৫ এপ্রিল ২০২৫

ডলারের দাম বাজারের ওপর ছাড়তে আইএমএফের চাপ

ছবি: সংগৃহীত

ডলারের বাজার নিয়ন্ত্রণে গেল বছরের ৮ মে ক্রলিং পেগ পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। তবে ১০ টাকা বাড়িয়ে প্রতি ডলারের ভিত্তিমূল্য নির্ধারণ হয় ১১৭ টাকা। এর চেয়ে ২ শতাংশ বেশি কমে কেনাবেচা হওয়ার কথা ছিল। তবে কিছুদিন ১২০ টাকায় বিনিময় হলেও পরে দাম উঠে যায় ১২৬ থেকে ১২৭ টাকায়।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এ ধরনের ব্যবস্থাকে উঠিয়ে দিয়ে মুদ্রা বিনিময় হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দেয়ার কথা বলছেন। এতে সমর্থন দিচ্ছেন অর্থনীতিবিদরা।

অর্থনীতিবিদ  ড. জাহিদ হোসেন বলেন, "আইএমএফ এর যেটা পরামর্শ ছিল যে পরীক্ষামূলকভাবে প্রথমে আপনারা ছেড়ে দিতে পারেন। তারপর যদি দেখেন যে এরপরে ভলাটিলিটি অনেক বেড়ে গেছে আবার ক্রলিং বেগে ফিরে আসতে হবে। বাজারকে আরো ক্লোজলি মনিটর করে আরো কন্ট্রোল ব্যবস্থা নিতে পারে। কাজেি অন্তত পরীক্ষামূলকভাবে ছাড়ার সময় তো এটাই।"

ডলারের বাজার পুরোপুরি স্থিতিশীল হয়নি উল্লেখ করে ব্যাংক কর্মকর্তারা বলছেন চিন্তাভাবনা করেই বাজারের উপর ছেড়ে দেয়া উচিত হবে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান বলেন, "ইন্টার ব্যাংক যেদিন আমরা বুঝতে পারব পুরোপুরি একটিভ হয়ে গেছে, যেদিন আমরা দেখতে পাব যে মার্কেট ডিপেন্ডেন্সি রেমিটেন্স থেকে ইন্টার ব্যাংকের উপর সবচেয়ে বেশি। এটা আমরা ২২ এর আগে দেখতে পেয়েছি। ওই রকমটা হতে পারলে হয়তো আমরা বুঝতে পারতাম দিস ইজ দা টাইম। এখন যেহেতু ওই পর্যায়ে আমরা যেতে পারি নাই এবং আমি এখনো দেখছি যে মাঝেমাঝে একটা টাইটনেস আসে। সো একটা অনিশ্চিত অবস্থা আছে।"

যদিও বাংলাদেশ ব্যাংক বলছে আগামীতে ডলার বাজারমুখী হবে এবং মুদ্রা বাজারে যাতে কোন ধরনের অস্থিরতা না থাকে সেজন্য নজরদারীও থাকবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, "বৈদেশিক মুদ্রার ফরেন এক্সচেঞ্জের যে এক্সচেঞ্জ রেট এটা বাজারমুখী হবে এবং বাজারমুখী যাতে হয় বাংলাদেশ ব্যাংক সেই বিষয়ে কাজ করবে এবং এজন্য যতটুকু নিয়ন্ত্রণ রাখা দরকার বাজারমুখী করার জন্য সেটুকু নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংক সংরক্ষণ করবে।"

বর্তমানে ডলারের আন্তঃব্যাংক বিনিময় হার ১২২ টাকা। তবে খোলাবাজারে ১২৪ থেকে ১২৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
 

সূত্র: https://www.youtube.com/watch?v=LUZYlo7_poM

আবীর

×