
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৬ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।
রোববার (১৩ এপ্রিল) এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
বর্তমানে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৬.৩৯ বিলিয়ন ডলার বা ২৬৩৯ কোটি ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ বেড়ে হয়েছে ২১.১১ বিলিয়ন ডলার বা ২১১১ কোটি ডলার।
২০২৪ সালের ৩১ জুলাই, আওয়ামী লীগ সরকারের শেষ সপ্তাহে মোট রিজার্ভ ছিল ২৫.৯২ বিলিয়ন ডলার। বিপিএম-৬ অনুযায়ী তখন রিজার্ভ ছিল ২০.৪৮ বিলিয়ন ডলার।
রিজার্ভ বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক লেনদেনের উপর চাপ কমেছে। ডলারের দাম না বেড়ে ১২৩ টাকায় স্থিতিশীল রয়েছে।
ইমরান