ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সাফিউস সামি আলমগীর পেলেন বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ১৩:৪৫, ১৪ এপ্রিল ২০২৫; আপডেট: ১৪:০০, ১৪ এপ্রিল ২০২৫

সাফিউস সামি আলমগীর পেলেন বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫

ছবি: দৈনিক জনকণ্ঠ

এক্সিলেন্স ইন ইন্ডাস্ট্রিয়াল লীডারশীপ এন্ড ইনোভেশনের জন্য সম্মাননা পেলেন টাম্পাকো ফয়লস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাফিউস সামি আলমগীর। শনিবার রাজধানীর একটি তারকা  হোটেলে এই সম্মাননা প্রদান করা হয়।


এনআরবি ওয়ার্ল্ড ও বিজনেস আমেরিকা ম্যাগাজিনের যৌথ উদ্যোগে সাপ্তাহিক অর্থকণ্ঠ–এর ২৫ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


সাফিউস সামি আলমগীর টাম্পাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, এটি ১৯৭৮ সাল থেকে বাংলাদেশের ফ্লেক্সিবল প্যাকেজিং খাতে পথপ্রদর্শক এবং বাজারের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত। পাশাপাশি, তিনি বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (BFPIA)-এর সভাপতির দায়িত্ব পালন করছেন।


তার অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি “বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩”-এ সম্মানজনক “এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড” লাভ করেন। এছাড়াও, তিনি ২০১৪ এবং ২০১৭ সালে জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক “সর্বোচ্চ আয়করদাতা” হিসেবে সম্মানিত হন। পেশাগত এবং সামাজিক ভূমিকার বাইরে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-তে একজন অতিথি প্রভাষক হিসেবেও নিয়মিত পাঠদান করে থাকেন।

শিহাব

×