ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

রকেট গতিতে বাড়ছে স্বর্ণের দাম, দিচ্ছে ভয়াবহ পূর্বাভাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৭, ১৪ এপ্রিল ২০২৫; আপডেট: ১১:১৭, ১৪ এপ্রিল ২০২৫

রকেট গতিতে বাড়ছে স্বর্ণের দাম, দিচ্ছে ভয়াবহ পূর্বাভাস

ছবিঃ সংগৃহীত

বৈশ্বিক বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর পূর্বাভাস বলছে চলতি বছরে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম পৌঁছাতে পারে তিন হাজার ৭০০ ডলারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বাণিজ্য নীতিকেই এর প্রধান কারণ বলছে সংশ্লিষ্টরা।  

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেই বিশ্ব বাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। এর মধ্যেই মূল্যবান এই ধাতুটির দাম নিয়ে ভয়াবহ পূর্বাভাস দিলো ইউবিএস এবং কমার্স ব্যাংক। সংস্থা দুইটি বলছে চলতি বছরেই প্রতি আউন্স স্বর্ণের দাম পৌঁছাতে পারে ৩ হাজার ৫০০ ডলারে। এদিকে চলতি বছরেই ডয়েচে ব্যাংক তাদের ২০২৫ ও ২০২৬ সালের স্বর্ণের গড় দামের পূর্বাভাস সংশোধন করে যথাক্রমে ৩ হাজার ১৩৯ এবং ৩ হাজার ৭০০ ডলার নির্ধারণ করেছে। সংশ্লিষ্টদের মতে স্টক মার্কেটে অস্থিরতা। ডলারের দামের পতন এবং ট্রাম্পের শুল্কারোপের জেরে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ বিনিয়োগকারীদের আশ্রয়স্থল হিসেবে স্বর্ণের দিকে ছুটতে বাধ্য করেছে। শুল্ক ছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা, ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর ইঙ্গিত, মধ্যপ্রাচ্য ও ইউরোপে ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতাও স্বর্ণের মূল্য বৃদ্ধিকে উষ্কে দিয়েছে। সবশেষ শনিবার স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১.৩ শতাংশ বেড়ে দাড়িয়েছে ৩২১৬.৪৮ ডলারে। বুলিয়ান সেশনের শুরুতে যা ৩২১৯.৭৩ ডলারের সর্বকালের সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে। যা সপ্তাহের জন্য পাঁচ শতাংশের বেশি বেড়েছে। ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১.৯% বেড়ে তিন হাজার ২৩৬ ডলারে বেচাকেনা হয়েছে। 

বিশ্ব বাজারে স্বর্ণের দামের এই উর্ধ্বমুখী প্রবণতা দেশের বাজারেও প্রভাব ফেলছে। সবশেষ শনিবার (১৩ এপ্রিল) প্রতি ভরি স্বর্ণের দাম ৪,১৮৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬৩ হাজার ২১৪ টাকা। যা রবিবার থেকে কার্যকর হয়েছে। 

×