
ছবি: সংগৃহীত
বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানিয়েছেন, বিনিয়োগ পরিবেশ সংস্কার ও উন্নয়নের পাশাপাশি একটি শক্তিশালী বিনিয়োগ পাইপলাইন তৈরিতে কাজ করছে সংস্থাটি।
তিনি বলেন, “একই সঙ্গে আমরা সংস্কারের কাজ করব, একই সঙ্গে বিনিয়োগ ব্যবস্থার উন্নয়নের চেষ্টা করব। পাশাপাশি আমাদের একটি শক্তিশালী পাইপলাইন তৈরির দিকেও মনোযোগ দিতে হবে।”
বিডার চেয়ারম্যান জানান, বে-টার্মিনাল ইস্যু দ্রুত সমাধানের লক্ষ্যে কাজ চলছে এবং আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসের মধ্যে এটি রিসলভ করে একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক অতিক্রম করবে বাংলাদেশ।
তিনি আরও জানান, বিনিয়োগ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল একটি সুপরিকল্পিত রোডম্যাপ ও বিনিয়োগ পাইপলাইন তৈরি করা, যার ফল পাওয়া যাবে ২০২৬ সালের দিকে। ইতোমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত চার দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন শেষে আয়োজিত ব্রিফিং-এ এসব কথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান।
আসিফ