ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সামিট করপোরেশনে নতুন সিএফও ইমতিয়াজ ইবনে সাত্তার

প্রকাশিত: ১৮:২৯, ১৩ এপ্রিল ২০২৫

সামিট করপোরেশনে নতুন সিএফও ইমতিয়াজ ইবনে সাত্তার

ছবি: ইমতিয়াজ ইবনে সাত্তার

 সামিট করপোরেশন লিমিটেডে নতুন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে যোগ দিয়েছেন ইমতিয়াজ ইবনে সাত্তার। সামিট করপোরেশন হলো সিঙ্গাপুরে নিবন্ধিত সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের (এসপিআই) শতভাগ মালিকানাধীন প্রতিষ্ঠান, যা বাংলাদেশে সর্ববৃহৎ স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারী (আইপিপি) এবং অন্যতম প্রধান এলএনজি অবকাঠামো অপারেটর।

নতুন দায়িত্বে ইমতিয়াজ করপোরেশনের সামষ্টিক অর্থ বিভাগকে নেতৃত্ব দেবেন। এই দায়িত্বের আওতায় থাকবে প্রকল্প অর্থায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং বিনিয়োগকারী, অর্থদাতা নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কার্যকর সমন্বয়। তিনি সামিট করপোরেশনের পরিচালনা পর্ষদ এবং সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের উচ্চপর্যায়ের নেতৃত্বের কাছে রিপোর্ট করবেন। আজ (১৩ এপ্রিল) রবিবার একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সামিট করপোরেশন এসব তথ্য জানায়।

সিএফও হিসেবে যোগদানের আগে ইমতিয়াজ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশে আট বছরেরও বেশি সময় সিএফও হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি বিলিয়ন মার্কিন ডলারের ব্যালান্স শিট তত্ত্বাবধানের পাশাপাশি ১৩% কমন ইক্যুইটি টিয়ার (সিইটি১) রেশিও, AAA ক্রেডিট রেটিং এবং অডিটে সন্তোষজনক ফলাফল নিশ্চিত করেন।

২০১৬ সালে তিনি কানাডাভিত্তিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গোল্ডেন ওক কেয়ার- পরিচালক চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে যোগ দেন, যেখানে তিনি কর্পোরেট কাঠামো গঠন, ব্যবসায় পরিকল্পনা আর্থিক ব্যবস্থাপনার পাশাপাশি বিনিয়োগ প্রস্তাব তৈরি উপস্থাপনায় ভূমিকা রাখেন।

পরবর্তীতে তিনি কানাডার স্কশিয়া ব্যাংক-এর একটি প্রকল্পে কাজ করেন, যেখানে তিনি ২৬০ বিলিয়ন কানাডিয়ান ডলারেরও বেশি রিটেইল অ্যাসেট পোর্টফোলিওর জন্য নতুন রিস্ক স্কোর মডেল চালু করেন। প্রকল্পটি OSFI নির্ধারিত রেগুলেটরি রিমেডিয়েশন পূরণে সহায়ক হয়।

সামিটে যোগদানের পূর্বে তিনি কানাডার একটি ট্যাক্স পরামর্শক প্রতিষ্ঠানে কনসালট্যান্ট হিসেবে কাজ করেন।

শিক্ষাজীবনে ইমতিয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করেন। তিনি সিঙ্গাপুরের ইনসিড বিজনেস স্কুল থেকে এক্সিকিউটিভ লিডারশিপ ডেভেলপমেন্ট কোর্সও সম্পন্ন করেন।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিনি ঢাকার জাগো ফাউন্ডেশনের স্কুলে সুবিধাবঞ্চিত তরুণদের আর্থিক স্বাক্ষরতা বিষয়ে শিক্ষা দিয়েছেন এবং কানাডিয়ান ব্যাংকিং ইনস্টিটিউশনের উদ্যোগে স্তন ক্যানসার সচেতনতা দৌড়েও অংশ নিয়েছেন। 

রবিউল হাসান

×