
ছবি: জনকণ্ঠ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেছেন, করপোরেট সেক্টরে কর কমানোর কোনো সুযোগ নেই। তিনি উল্লেখ করেন, গত ৫০ বছরে জাতীয় ঋণের বোঝা বৃদ্ধি পেয়েছে, যা পরিশোধ করতে হয়; সুতরাং করপোরেট সেক্টরসহ বিভিন্ন খাতে কর কমানোর সুযোগ নেই।
আজ রোববার (১৩ এপ্রিল) রাজধানীর শাহবাগে হোটেল কন্টিনেন্টালে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে সভাপতিত্ব করেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ।
এনবিআর চেয়ারম্যান বলেন, কর আদায় কম, এটাকে বাড়াতে হবে। আমরা চাই কিছু কিছু বাড়িয়ে কাঙিক্ষত রাজস্ব আদায় করতে। দেশের ১ কোটি ১৪ লাখ টিনধারী, এদের দুই তৃতীয়াংশ রিটার্ন দেয় না। যা নিয়ে তিনি বলেন, আগামী বছর করযোগ্য সবার জন্য রিটার্ন বাধ্যতামূলক।
তিনি বলেন, অনেকে অভিযোগ দিচ্ছেন অটোমেশনের মূল বাধা এনবিআর থেকে, এটার সঙ্গে আমি একমত। কিন্তু আগামীতে এ রাস্তা দূর করতে সর্বোত্তম কাজ করছি, সামনে এ বাধার কোনো সুযোগ থাকবে না।
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, একসময় অটোমেশন বন্ধ ছিল, কিন্তু এখন অটোমেশন ছাড়া বিকল্প নেই। এনবিআর স্বল্পোন্নত দেশ (এলডিসি) গ্র্যাজুয়েশন এবং ট্যাক্স বৈষম্যহীনতা নিয়ে কাজ করছে।
তিনি আরও বলেন, আগামীতে আমাদের মূল রাজস্ব আসবে আয়কর ও ভ্যাট থেকে, শুল্ক থেকে না। শিল্প খাতের উন্নয়নে অনেকেই কর অবকাশ চান তাদের জন্য বলছি, কর অবকাশ নিয়ে চিন্তা করার কারণ নেই। আমরা কর অবকাশ বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখছি।
অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাবে আয়কর ও মুসক সম্পর্কিত প্রস্তাবের প্রেক্ষিতে ডিসিসিআই জানিয়েছে, বর্তমানে দেশে ১ কোটি ৪৫ লাখ টিআইএন ধারী রয়েছেন, এর মধ্যে ২০২৪-২০২৫ অর্থ বছরে ৪৫ লাখ রিটার্ন জমা দিয়েছেন, যার প্রায় ১৫ লাখ ই-রিটার্ন প্ল্যাটফর্মের মাধ্যমে দাখিল করা হয়েছে।
ডিসিসিআই আরও জানিয়েছে, দেশের অর্থনৈতিক কার্যক্রমের ৪৮ শতাংশ ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রিক, কিন্তু এই দুই অঞ্চল থেকে রাজস্ব সংগ্রহের পরিমাণ ৮৮.২২ শতাংশ। সুতরাং, করজাল সম্প্রসারণ, বিদ্যমান করদাতাদের উপর চাপ কমানো এবং জিডিপিতে কর রাজস্বের অবদান বাড়ানো প্রয়োজন। এছাড়া, ওয়েবভিত্তিক মোবাইল অ্যাপ ব্যবহারের মাধ্যমে ভ্যাটের গতি আরও ত্বরান্বিত করা প্রয়োজন বলে মনে করছে ঢাকা চেম্বার।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমানসহ শীর্ষ কর্মকর্তারা।
শিহাব