
ছবি: সংগৃহীত
আবারো বেড়েছে সোনার দাম। এবার ভালো মানের স্বর্ণের দাম বেড়েছে ভরি প্রতি ৪১৮৭ টাকা। ফলে প্রতিভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকায়। আজ থেকে সোনার এই নতুন দাম কার্যকর হবে।
শনিবার ১২ এপ্রিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বৃদ্ধির তথ্য জানায়। এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৭৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ৫৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১০ হাজার ২৭১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সর্বশেষ গেল ১০ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২৪০৩ টাকা কমিয়ে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৯২৭ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এ নিয়ে চলতি বছর ২০ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ১৫ বার, কমেছে মাত্র পাঁচবার।
সূত্র: https://www.youtube.com/watch?v=XslGAS8VQzo
আবীর