ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের নতুন ট্যারিফ থেকে মুক্ত স্মার্টফোন ও কম্পিউটার

প্রকাশিত: ১০:৪৪, ১৩ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের নতুন ট্যারিফ থেকে মুক্ত স্মার্টফোন ও কম্পিউটার

ছ‌বি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ট্যারিফ নীতির আওতা থেকে স্মার্টফোন, কম্পিউটার মনিটর এবং বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশ অব্যাহতি পেয়েছে। শুক্রবার মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের এক নোটিশে এ তথ্য জানানো হয়।

এই ছাড় ৫ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। তবে এটি চীনের বিরুদ্ধে ফেন্টানিল বাণিজ্যের অভিযোগে আরোপিত ২০% ট্যারিফের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত অ্যাপল, এনভিডিয়া ও মাইক্রোসফটের মতো প্রযুক্তি কোম্পানির জন্য বড় স্বস্তি।

অ্যাপলের প্রায় ৯০% আইফোন উৎপাদন ও সংযোজন চীনে হয়। বিশ্লেষণা প্রতিষ্ঠান ওয়েডবুশ একে “টেক বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে ভালো খবর” বলে উল্লেখ করেছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, ট্রাম্প এখনো চান প্রযুক্তি কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রেই উৎপাদন স্থানান্তর করুক। যদিও অনেক ইলেকট্রনিক যন্ত্রাংশ যেমন চিপস ও সেমিকন্ডাক্টর, এখনও সাশ্রয়ী খরচের কারণে এশিয়ায় উৎপাদিত হয়।

নিনটেন্ডো এর মতো কোম্পানিগুলো ইতোমধ্যে তাদের নতুন পণ্যের প্রি-অর্ডার স্থগিত করেছে ট্যারিফের সম্ভাব্য প্রভাব মূল্যায়নের জন্য।

এই ট্যারিফ নীতি যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়াতে সহায়ক হবে বলেই বিশ্বাস করে ট্রাম্প প্রশাসন। তবে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, অতিরিক্ত খরচ শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই বর্তাবে।

 

সূত্র: https://edition.cnn.com/2025/04/12/tech/trump-electronics-china-tariffs?Date=20250412&Profile=cnnbrk&utm_content=1744466652&utm_medium=social&utm_source=twitter

আবীর

×