ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

গরমে স্বস্তির ছোঁয়া, র‌্যাংকস ই-মার্টে এসি মেলা 

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২৩:৫২, ১২ এপ্রিল ২০২৫

গরমে স্বস্তির ছোঁয়া, র‌্যাংকস ই-মার্টে এসি মেলা 

ছবি: সংগৃহীত

র‌্যাংকস ই-মার্টের গুলশান-২ শোরুমে উদ্বোধন করা হলো এসি কার্নিভাল ক্যাম্পেইন।  শনিবার (১২ই এপ্রিল) উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের সম্মানিত চিফ মার্কেটিং অফিসার, মি. মেসবাহ উদ্দিন; হাইসেন্স দক্ষিণ এশিয়া অফিসের জেনারেল ম্যানেজার মি. জেসন ওয়াং এবং সেলস ডিরেক্টর মি. টেরি লিয়াং।

র‌্যাংকস ই-মার্ট থেকে উপস্থিত ছিলেন মি. ইয়ামিন শরীফ চৌধুরী, ডিভিশনাল ডিরেক্টর; মোঃ রাশেদুল ইসলাম, হেড অব বিজনেস; মি. গোলাম আজম খান, হেড অব সেলস; মি. তাসকিন হোসেন, হেড অব মার্কেটিং এবং মি. রায়হান আহমেদ, হেড অব প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড, সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মি. মেসবাহ উদ্দিন বলেন, “র‌্যাংকস ই-মার্ট এসি কার্নিভাল আমাদের গ্রাহকদের উন্নত সেবা এবং বিশ্বমানের পণ্য সরবরাহের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি আমাদের গ্রাহকদের কাছে সর্বাধুনিক প্রযুক্তি সহজলভ্য করার পাশাপাশি, তাঁদের চাহিদা পূরণে আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।”

হাইসেন্স দক্ষিণ এশিয়া অফিসের জেনারেল ম্যানেজার মি. জেসন ওয়াং বলেন, “র‌্যাংকস ই-মার্টের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। হাইসেন্স এয়ার কন্ডিশনার আমাদের গ্রাহকদের জীবনে আরাম এবং স্বাচ্ছন্দ্য নিয়ে আসে। আমাদের লক্ষ্য হলো অত্যাধুনিক প্রযুক্তি এবং পরিবেশবান্ধব সল্যুশন তৈরি করা যা জীবনের মান উন্নত করবে। দক্ষিণ এশিয়ার বাজারে আমাদের এসি পণ্যের সাফল্য আমাদের প্রতিশ্রুতিকে প্রমাণ করে এবং আমরা ভবিষ্যতেও আরও উদ্ভাবন এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছি।”

ক্যাম্পেইনটি সম্পর্কে মি. ইয়ামিন শরীফ চৌধুরী বলেন, “র‌্যাংকস ই-মার্ট সবসময় গ্রাহকদের সর্বোচ্চ মানের পণ্য এবং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এসি কার্নিভাল ক্যাম্পেইন আমাদের সেই অঙ্গীকারেরই একটি মাইলফলক, যা গ্রাহকদের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। গ্রীষ্মকাল সামনে রেখেই আমাদের এই উদ্যোগ, যেন ক্রেতারা তাঁদের পছন্দের যেকোনো ব্র্যান্ডের এসি সহজেই নিতে পারেন।”

শহীদ

×