
ছবি: প্রতীকী
বিশ্ব অর্থনীতিতে চলমান অস্থিরতা এবং অনিশ্চয়তার মাঝে বিনিয়োগকারীরা ঝুঁকছেন নিরাপদ আশ্রয় 'সোনার' দিকে। যার ফলস্বরূপ, রাতারাতি আন্তর্জাতিক বাজারে সোনার দাম ছুঁয়েছে নতুন সর্বোচ্চ রেকর্ড।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত করেছেন, তার বিশ্বব্যাপী শুল্ক আরোপের ফলে কিছু ‘আর্থিক ব্যবস্থায় পরিবর্তন’ হতে পারে। এই মন্তব্যের পরই বিশ্ববাজারে দানা বাঁধে অনিশ্চয়তা ও আতঙ্ক, যার সরাসরি প্রভাব পড়েছে সোনার দামে।
আন্তর্জাতিক বাজারে সোনার রেকর্ড মূল্য
গত বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ছুঁয়েছে তিন হাজার ২১৮ ডলার, যা এ যাবৎকালের সর্বোচ্চ। পরে কিছুটা কমে এটি স্থিতিশীল হয়েছে প্রায় তিন হাজার ২০৭ ডলারে।
কেন বাড়ছে সোনার দাম?
বিশ্লেষকরা চারটি প্রধান কারণ তুলে ধরেছেন এই মূল্যবৃদ্ধির পেছনে:
ডলারের পতন
বিশ্বজুড়ে বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক মার্কিন ট্রেজারি বন্ড বিক্রি করে এখন সোনা কিনছে। এর ফলে ডলার ইনডেক্স ১০০-এর নিচে নেমে গেছে। ডলারের এই দুর্বলতার কারণে সোনার চাহিদা অনেক বেড়েছে।
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা
ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ফলে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীরা ঐতিহ্যগতভাবেই সোনা বেছে নিচ্ছেন নিরাপদ সম্পদ হিসেবে।
বন্ড বিক্রির চাপ
সাম্প্রতিক সময়ে মার্কিন বন্ড বাজারে ব্যাপক বিক্রয়চাপ দেখা গেছে। এমনকি ‘নিরাপদ’ বলে বিবেচিত ট্রেজারি বন্ড-এর ওপরও বিনিয়োগকারীদের আস্থা কিছুটা নড়বড়ে হয়ে গেছে। ফলে অনেকেই বিকল্প হিসেবে সোনার দিকে ঝুঁকছেন।
সুদহার হ্রাসের সম্ভাবনা
মার্কিন যুক্তরাষ্ট্রে মার্চ মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রত্যাশার চেয়ে কম এসেছে, যা বাজারে ধারণা তৈরি করেছে যে ফেডারেল রিজার্ভ হয়ত মে অথবা জুন মাসে সুদহার কমাতে পারে। সুদের হার কমলে সাধারণত সোনার দাম বাড়ে, কারণ তখন সোনায় বিনিয়োগ আরও লাভজনক হয়ে ওঠে।
কেন্দ্রীয় ব্যাংক ও ইটিএফ -এর ভূমিকাও গুরুত্বপূর্ণ
বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক নতুন করে সোনা কিনছে, সাথে গোল্ড ইটিএফ -এ (এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড) বিনিয়োগও বেড়েছে। এতে সোনার বাজারে ইতিবাচক প্রভাব পড়ছে। পূর্ববর্তী সপ্তাহে কিছুটা বিক্রয়চাপ থাকলেও, তা মূলত মার্জিন লিকুইডেশন এর কারণে ছিল। তবে বাজার স্থিতিশীল হলে, বিশ্লেষকদের পূর্বাভাস, সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী হতে পারে।
বিশ্লেষকদের মতে, ডলারের দুর্বলতা, সম্ভাব্য মন্দা, সুদের হার হ্রাস এবং বাণিজ্য দ্বন্দ্ব—এই সবকিছু মিলিয়ে সোনার দামের উত্থান অব্যাহত থাকতে পারে। পাশাপাশি, দীর্ঘমেয়াদি বন্ডের সুদহারও বাড়ছে, যা আরও বেশি বিনিয়োগকারীকে সোনার দিকে আকৃষ্ট করছে।
সোর্স: https://www.financialexpress.com/market/gold-pulse/4-reasons-gold-hit-an-all-time-high-overnight/3806348/
রবিউল হাসান