ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানানো হবে: এনসিপি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:০৫, ১২ এপ্রিল ২০২৫; আপডেট: ১২:০৩, ১২ এপ্রিল ২০২৫

বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানানো হবে: এনসিপি

ছবিঃ সংগৃহীত

বিদেশি বিনিয়োগকারীদের কাছে নীতির ধারাবাহিকতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে রাজনৈতিক দলগুলো। 

চার দিনের বিনিয়োগ সম্মেলনের শেষ দিনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলছে বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানানো হবে। আর আয়োজক বিডা বলছে, সম্মেলনে অংশ নেয়া প্রায় ৫০০ বিদেশি বিনিয়োগকারীকে নিয়মিত ফলো আপ করা হবে। 

চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের শেষ দিনেও ছিল একাধিক সেমিনার। বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ এনে দেয়া তৈরি পোশাক ও বস্ত্র খাত নিয়ে সেমিনারে এ খাতের উদ্যোক্তাদের সাথে খোলামেলা আলোচনায় অংশ নেন বিনিয়োগে আগ্রহী বিদেশিরা। এদিকে গত এক দশকে সবচেয়ে আলোচিত বিষয় ছিল ডিজিটাইজেশন। এই ডিজিটাল অর্থনীতি নিয়ে আয়োজিত অপর সেমিনারে উঠে আসে এ খাতের ভবিষ্যৎ সম্ভাবনার নানা দিক। 

এবার প্রথম বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়েছে দেশের রাজনৈতিক দলগুলো। সেখানে বিদেশি বিনিয়োগকারীদের তাদের আগামী দিনের নীতি ও কৌশল তুলে ধরেছেন রাজনৈতিক দলগুলো। 

এ বিষয়ে এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, ‘আমাদের পলিসির ধারাবাহিকতা যেটা- আমাদের কাছে তাদের নিশ্চয়তা রয়েছে। এইজন্য যেকোনো পার্টি সরকারে যাক বা বিরোধী দলে থাকুক, সবগুলো মিলিয়েই স্টেট। তারা স্টেট এর কাছে ধারাবাহিকতা রেখেছে।’

এছাড়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন বলেন, ‘সার্বিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটা পলিটিকাল পরিবেশ এভাবে তৈরি করতে চায় যাতে করে স্থিতাবস্থা তৈরি হয়। এবং বাংলাদেশ একটি টেকসই রাষ্ট্রে পরিণত হয়।’

মুমু

×