
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, আগামী বছর দেশে মুদ্রাস্ফীতি ৫ শতাংশ বা তার নিচে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। বর্তমানে খাদ্য মুদ্রাস্ফীতি ৮-৯ শতাংশে রয়েছে, যা আগে প্রকৃতভাবে ১৩-১৪ শতাংশ ছিল।
শুক্রবার (১১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের অর্থনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকার ও বাংলাদেশ ব্যাংকের প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। ব্যালেন্স অব পেমেন্টে এখন ঘাটতি নেই এবং রিজার্ভও স্থিতিশীল রয়েছে। রপ্তানিও ডাবল ডিজিট হারে বাড়ছে।
তিনি আরও জানান, অর্থ পাচার রোধে সরকার প্রথমবারের মতো বিদেশি ল ফার্ম নিয়োগ করেছে এবং কয়েকটি দেশের সঙ্গে অ্যাসেট ফ্রিজ করার প্রক্রিয়া চলছে। আলোচনার মাধ্যমেও পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
আসিফ