
ছবি: সংগৃহীত
পাচারকৃত অর্থ ফেরাতে ১ বছরের বেশি সময় লাগবে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে প্রথমবারের মতো একটি বিদেশি ল ফার্ম নিয়োগ করতে যাচ্ছে সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, এই জটিল প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইন মেনে কাজ করা হচ্ছে এবং সম্পদ শনাক্ত করে তা ফিরিয়ে আনতে এক বছরেরও বেশি সময় লাগতে পারে।
চট্টগ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, পাচার হওয়া সম্পদ ফ্রিজ করার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ এবং মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি বিশেষায়িত ল ফার্মের সহায়তায় অ্যাসেট ট্রেসিংয়ের কাজ শুরু করা হবে।
ড. মনসুর বলেন, আড়াই থেকে তিন লাখ কোটি টাকা পাচার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে চট্টগ্রামের একটি বড় শিল্পগোষ্ঠীরই প্রায় ৫০ হাজার কোটি টাকা পাচারের তথ্য পাওয়া গেছে।
তিনি আরও জানান, শুধু আদালতের মাধ্যমে নয়, আলোচনার মাধ্যমেও অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে সুনির্দিষ্ট তথ্য ছাড়া কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।
আসিফ