
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধ ঘিরে বিশ্বজুড়ে তৈরি হওয়া উদ্বেগের প্রেক্ষাপটে আজ মার্কিন ডলারের দামে বড় ধরনের পতন দেখা গেছে। এতে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সুইস ফ্রাঙ্ক ও সোনার দিকে ঝুঁকছেন।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, চলতি সপ্তাহের শুরুতেও মার্কিন সরকারি বন্ডের দরপতন লক্ষ করা গিয়েছিল, যা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্ত সম্পদ হিসেবে সুইস ফ্রাঙ্ক ও সোনার বিনিয়োগ বাড়িয়েছেন।
ফলে প্রথমবারের মতো প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম ৩,২০০ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৮১ হাজার ১৯৮ টাকা। একই সঙ্গে, সুইস ফ্রাঙ্ক গত এক দশকের মধ্যে সর্বোচ্চ মূল্যে পৌঁছেছে।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার শুল্ক যুদ্ধ আরও তীব্র হলে বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এরই পরিণতিতে বিশ্বজুড়ে শেয়ার ও মুদ্রাবাজারে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে।
নিরাপদ বিনিয়োগের দিকেই ঝুঁকছেন অধিকাংশ বিনিয়োগকারী। ফলে সোনা ও সুইস ফ্রাঙ্কের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের মূল্যও বাড়ছে। আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের পতন আরও নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: https://www.youtube.com/watch?v=bzBWmAIwBpE
মেহেদী হাসান