
ছবি: সংগৃহীত
কানাডাভিত্তিক প্রতিষ্ঠান কোয়েস্ট ওয়াটার গ্লোবাল ইনক সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এ চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশের পরিচ্ছন্ন পানি খাতসহ অন্যান্য খাতে বিনিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।
চুক্তির অংশ হিসেবে, কোয়েস্ট ওয়াটার গ্লোবাল ইনক বাংলাদেশে প্রয়োজনীয় গবেষণা কার্যক্রম পরিচালনা করবে, যার মাধ্যমে ‘অ্যাকোয়াট্যাপ’ নামক একটি বিকেন্দ্রীকৃত পানি বিতরণ ব্যবস্থা বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এছাড়াও, প্রতিষ্ঠানটি বাংলাদেশের বিভিন্ন খাতে আরও ব্যাপক বিনিয়োগ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কাজ করবে বলে জানানো হয়েছে। এই উদ্যোগ দেশের টেকসই উন্নয়ন এবং নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
এম.কে.