
বিএসইসি ভবনের নিরাপত্তা জোরদার
ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ধারা ১৫ অনুযায়ী পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সরকার কর্তৃক ঘোষিত গুরত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর (সিআইআই) অন্তর্ভুক্ত। তাই সংস্থাটির কার্যক্রম যথাযথ প্রক্রিয়ায় ও নির্বিঘœভাবে পরিচালনা করার লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত সিকিউরিটিজ কমিশন ভবনের নিরাপত্তায় সশস্ত্র আনসার নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। গত ১ এপ্রিল থেকে আনসার বাহিনীর সদস্যরা বিএসইসির নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন পুনর্গঠিত বিএসইসি এমন সিদ্ধান্ত নিয়েছে।
তথ্য মতে, বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী ২৬ জন আনসার সদস্য বিভিন্ন শিফটে দায়িত্ব পালনের কথা থাকলে এখন পর্যন্ত তা কার্যকর হয়নি। বর্তমানে বিএসইসির নিরাপত্তায় তিনটি শিফটে ১৫ থেকে ১৬ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ৪ জন সদস্য অস্ত্রধারী রয়েছেন। তাদের মধ্যে দুজন সদস্য চেয়ারম্যান ও কমিশনার ফ্লোরে দায়িত্ব পালন করছেন। অন্য দুজন প্রধান ফটকের দায়িত্বে রয়েছেন।
সরেজমিন ঘুরে দেখা যায়, বর্তমানে চেয়ারম্যান ও কমিশনারদের ফ্লোরে একজন আনসার সদস্য অস্ত্রসহ দায়িত্ব পালন করছেন। আরেক একজন সদস্যকে দেখা যায় অস্ত্র ছাড়াই দায়িত্ব পালন করতে। এ ছাড়াও লিফট থেকে বের হয়ে ওই ফ্লোরে প্রবেশের আগেই আরও একজন আনসার সদস্যকে অবস্থান করতে দেখা গেছে। ভবনের ভেতরে ছাড়াও বিএসইসির সামনেও বেশ কয়েক আনসার সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়। এদের মধ্যে একজনকে বিএসইসিতে ঢোকার প্রবেশদ্বারে সার্বক্ষণিক অবস্থান করতে দেখা গেছে।
জানা গেছে, এখনো আনসার সদস্যদের পুরোপুরি দায়িত্ব বণ্টন করা হয়নি। কোনো ফ্লোরে কতজন নিরাপত্তার দায়িত্বে থাকবেন, সেটাও নির্ধারণ করা হয়নি। এখনো অগোছালোভাবেই দায়িত্ব পালন করছেন তারা। বর্তমানে সকালে ৬, বিকেলে ৬ এবং রাতের শিফটে ৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। আনসার সদস্যদের আবাসন ব্যবস্থার বন্দোবস্ত না হওয়ায় নিয়োজিত ২৬ জন দায়িত্ব পালন করছেন না।
বিএসইসিতে দায়িত্বরত একজন আনসার সদস্য বলেন, চেয়ারম্যান স্যারের সঙ্গে আমাদের ডিউটি। অফিস চলাকালীন আমাদের সব সময় ডিউটি পালন করতে হবে। নিরাপত্তার জন্য জন্য আমাদের শটগান দেওয়া হয়েছে। আমাদের এখানে থাকার ব্যবস্থা না থাকায় সবাই এখনো আসেনি। তবে যতটুকু জানতে পেরেছি, থাকার ব্যবস্থার পরিবর্তে ভাতা প্রদান করা হতে পারে।
বিএসইসির সিদ্ধান্ত ॥ সিকিউরিটিজ কমিশন ভবনের নিরাপত্তা বিধানের লক্ষ্যে আনসার নিয়োজিত করার প্রসঙ্গে সভায় আলোচনা করা হয়েছে। আলোচনায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে গুরত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর (সিআইআই) বিবেচনায় কমিশন ভবনের নিরাপত্তা বিধানে ঢাকা মহানগর আনসার দক্ষিণ জোন থেকে গত ১৭ মার্চ বিএসইসিতে একটি চিঠি পাঠায়।
চিঠিতে উল্লিখিত শর্তে আবাসন সুবিধা ব্যতিরেকে মোট ২৬ জন সশস্ত্র আনসার নিয়োজিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে বিএসইসির সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বলেন, বিএসইসি একটি গুরুত্বপূর্ণ স্থাপনা।