
ছবি: সংগৃহীত
বিবিএসের তথ্য অনুসারে, তিন মাস হ্রাসের পর, মার্চ মাসে সামগ্রিক মূল্যস্ফীতি সামান্য বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মঙ্গলবার প্রকাশিত তথ্যে জানা গেছে, খাদ্য মূল্যস্ফীতি গত মাসে ৮.৯৩% এ নেমে এসেছে, যা আগের মাসের ৯.২৪% থেকে অব্যাহতভাবে নিম্নমুখী।
তবে, মার্চ মাসে সামগ্রিক মূল্যস্ফীতির হার সামান্য বেড়ে ৯.৩৫% এ দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯.৩২%। মার্চের আগে, টানা তিন মাস ধরে সামগ্রিক মূল্যস্ফীতির হার হ্রাস পেয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মঙ্গলবার প্রকাশিত তথ্যে জানিয়েছে, খাদ্য মূল্যস্ফীতির হার গত মাসের ৯.২৪% থেকে কমে ৮.৯৩% এ দাঁড়িয়েছে।
তবে, মার্চ মাসে সামগ্রিক মূল্যস্ফীতির হার সামান্য বেড়ে ৯.৩৫% এ দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯.৩২%। মার্চের আগে, টানা তিন মাস ধরে সামগ্রিক মূল্যস্ফীতির হার হ্রাস পেয়েছে।
ইউএনবি বিবিএসের তথ্য পর্যালোচনা করে জানিয়েছে যে, মার্চ মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি আগের মাসের ৯.৩৮% থেকে বেড়ে ৯.৭০% এ দাঁড়িয়েছে, যা সামগ্রিক মূল্যস্ফীতি বৃদ্ধির গতি বাড়িয়েছে। ইউএনবি কর্তৃক উদ্ধৃত তথ্য অনুসারে, মার্চ মাসে গ্রামীণ ও শহরাঞ্চলের মধ্যে ভিন্ন ভিন্ন প্রবণতাও প্রকাশ পেয়েছে।
গ্রামীণ অঞ্চলে, ফেব্রুয়ারীতে পয়েন্ট-টু-পয়েন্ট মুদ্রাস্ফীতি ৯.৫১% থেকে কমে ৯.৪১% হয়েছে। গ্রামীণ খাদ্য মূল্যস্ফীতি ৯.১৫% থেকে কমে ৮.৮১% হয়েছে, যদিও খাদ্য-বহির্ভূত মুদ্রাস্ফীতি ৯.৮৫% থেকে সামান্য বেড়ে ৯.৯৭% হয়েছে। শহরাঞ্চলে সামগ্রিক মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে, যা ফেব্রুয়ারিতে ৯.৩৪% থেকে বেড়ে ৯.৬৬% হয়েছে।
শহরাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি ৯.৪৭% থেকে কমে ৯.১৮% হয়েছে, তবে খাদ্য-বহির্ভূত মুদ্রাস্ফীতি ৯.২৭% থেকে বেড়ে ৯.৯৫% হয়েছে। এপ্রিল ২০২৪ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত ১২ মাসের চলমান গড় মুদ্রাস্ফীতির হার ১০.২৬% এ দাঁড়িয়েছে, যা এক বছর আগের একই সময়ের ৯.৬৯% ছিল। মার্চ মাসে মজুরি হার সূচক ৮.১৫% রেকর্ড করা হয়েছে, যা ফেব্রুয়ারিতে ৮.১২% ছিল।
শহীদ