
ছবি: সংগৃহীত
মার্চ মাসে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে ৪২৫ কোটি ডলার। গত বছরে একই মাসের চেয়ে যা সাড়ে ১১ শতাংশ বেশি। গত বছরের মার্চ মাসে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩৮১ কোটি ডলার।
চলতি অর্থবছরে নয় মাসের গড় রপ্তানি বেশ ভালো। মোট রপ্তানি আয় হয়েছে ৩৭১৯ কোটি ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রতিবেদন বলছে বরাবরের মতো তৈরি পোশাকই এখনো রপ্তানি খাতের মূল ভরসার জায়গা। মোট ৩৩৬১ কোটি ডলারের রপ্তানি আয়ের মধ্যে এই খাত থেকেই এসেছে ৩০২৫ কোটি ডলার। তবে আগামীতে রপ্তানি আয়ের এই গতি ধরে রাখা যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র বাংলাদেশী পণ্যে বর্তমান আমদানি শুল্ক হারে অতিরিক্ত ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এতদিন এই হার ছিল গড়ে ১৫ শতাংশ। অর্থবছরে নয় মাসে তৈরি পোশাকের বাইরে অন্যান্য পণ্যের রপ্তানি পরিস্থিতিও মোটামুটি ভালো। চামড়ায় এবং চামড়া পণ্যের রপ্তানি বেড়েছে ১০ শতাংশ, পাট এবং পাট পণ্যের রপ্তানি কমেছে ৮ শতাংশের মত।
সূত্র: https://www.youtube.com/watch?v=Pbz4DOs_GY0
আবীর