ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে, দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হচ্ছে: অর্থ উপদেষ্টা

প্রকাশিত: ১৯:৫২, ৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৫৩, ৬ এপ্রিল ২০২৫

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে, দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হচ্ছে: অর্থ উপদেষ্টা

ছবি: সংগৃহীত

আজ রোববার (৬ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা বলেন, ‘সরকার শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। আমরা মনে করি, এ ধরনের পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। এর মধ্যেও কিছু ভালো দিক রয়েছে।’

অর্থ উপদেষ্টা জানান, মার্চ মাসে দেশে তিন বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যার প্রভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। এ ছাড়া রমজান ও ঈদের সময় বাজারে পণ্যের দামও ছিল স্থিতিশীল, যা সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক ছিল।

তিনি বলেন, ‘এবার মানুষের ঈদ ভালো কেটেছে। সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হচ্ছে।

আসিফ

×