ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

৮ দিন পরে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু

মো:সাইফুল ইসলাম, আখাউড়া

প্রকাশিত: ১১:৫৫, ৫ এপ্রিল ২০২৫

৮ দিন পরে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু

পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে টানা আট দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে।
আজ শনিবার (৫ এপ্রিল) সকালে ভারতে মাছ রফতানির মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম আবারও শুরু হয়।

আখাউড়া স্থলবন্দর মাছ রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে অর্থাৎ গত ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত টানা আট দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল। শনিবার মাছ রপ্তানির মাধ্যমে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।

আখাউড়া স্থলবন্দরের (অতিরিক্ত) সহকারী রাজস্ব কর্মকর্তা চিন্ময় শর্মা বলেন, স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম ৮ দিন বন্ধ থাকার পর আজ শনিবার সকালে ২৫২৮৮ কেজি মাছ রপ্তানির মাধ্যমে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়।

তবে এ সময় বাণিজ্য বন্ধ থাকলেও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার এবং কাস্টমস দাফতরিক কার্যক্রম স্বাভাবিক ছিল।
 

কানন

×