ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি কম

কাঁচাবাজার ও শপিংমলে ঈদের ছুটির আমেজ

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ০০:১০, ৫ এপ্রিল ২০২৫

কাঁচাবাজার ও শপিংমলে ঈদের ছুটির আমেজ

ঈদের ছুটির আমেজ বিরাজ করছে রাজধানীর কাঁচাবাজারে

ঈদের ছুটির আমেজ বিরাজ করছে রাজধানীর কাঁচাবাজার ও মার্কেট-শপিংমলে। রাজধানীর বেশিরভাগ কাঁচাবাজার চালু হলেও সেখানে ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি সীমিত দেখা যাচ্ছে। একই অবস্থা বিরাজ করছে মার্কেট-বিপণিবিতান, শপিংমল ও শোরুমগুলোতে। তবে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে এখনো অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

আশা করা হচ্ছে, রবিবার থেকে ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি কিছুটা বাড়তে পারে। কারণ ওইদিন থেকে সরকারি অফিস চালু হচ্ছে। একই সঙ্গে শনিবার শেষ হয়ে যাচ্ছে ঈদের ছুটি। নাড়ির টানে যারা গ্রামের বাড়িতে গিয়েছিলেন তারা এখন এই ব্যস্ত শহরে ফিরে আসতে শুরু করেছেন। 
এদিকে, পবিত্র ঈদুল ফিতরের পর বেশিরভাগ দোকানপাট বন্ধ, পণ্যের সরবরাহও কম। এমন  ক্রেতাশূন্য বাজারে কমেছে মুরগি ও গরুর মাংসের দাম। তবে কিছু সবজি ও মাছের দাম বেড়েছে। শুক্রবার রাজধানীর কাওরানবাজার, ফার্মগেট বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজার ঘুরে এই চিত্র পাওয়া গেছে। বিক্রেতারা জানান, ঈদের বন্ধ থাকায় এখনো অনেক মানুষ ঢাকায় ফেরেননি।

এ কারণে বাজারে ক্রেতার উপস্থিতি ও  বেচাকেনা কম। মোহাম্মদপুর কৃষি মার্কেটে গিয়ে দেখা যায়, তিন-চারটি ছাড়া প্রায় সব মুদি দোকান বন্ধ। মাছ ও মাংসের বাজারেও অর্ধেক দোকান বন্ধ। তবে বেশিরভাগ সবজির দোকান খোলা। টাউন হল বাজারেও একই চিত্র  দেখা গেল। বাজার ঘুরে দেখা যায়, চাহিদা কম থাকায় মুরগি ও গরুর মাংসের দাম কমেছে। আবার কিছু সবজির সরবরাহ কমায় সেগুলোর দাম  বেড়েছে। প্রতিকেজি ব্রয়লার মুরগি ২০০ থেকে ২১০ টাকায় বিক্রি হয়েছে।

গত সপ্তাহে অর্থাৎ ঈদের আগে এই মুরগির দাম কেজিতে ২০ টাকার মতো বেশি ছিল। আর চাঁদরাতে ব্রয়লারের দাম উঠেছিল ২৪০ টাকা পর্যন্ত। সোনালি মুরগির দামও কমেছে। এক কেজি সোনালি মুরগি বিক্রি হয়েছে ২৮০ থেকে ৩১০ টাকায়। ঈদের আগে দাম ছিল ৩২০-৩৩০ টাকা কেজি। ঈদের সময় গরুর মাংসের চাহিদা বাড়ে। এ কারণে দামেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

এবার ঈদের আগে গরুর মাংসের দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা বেড়েছিল। প্রতিকেজি গরুর মাংস বিক্রি হয় ৭৫০ থেকে ৮০০ টাকায়। কোনো কোনো বাজারে ৮৫০ টাকা পর্যন্ত দাম নেওয়া হয়। তবে ঈদের পর গরুর  মাংসের দাম কেজিতে ৫০ টাকা কমেছে। বাজারভেদে প্রতিকেজি গরুর মাংস বিক্রি হয়েছে ৭০০ থেকে ৭৫০ টাকায়। দু-তিন দিন ধরে বাজারে সবজির সরবরাহ কিছুটা কম রয়েছে।

এ কারণে কাঁচামরিচ, টমেটো, পেঁপেসহ কিছু সবজির দাম  বেড়েছে। আগের মতোই চড়া লেবু ও শসার দাম। প্রতিকেজি টমেটো ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হয়েছে। সপ্তাহ দুই আগে টমেটো বিক্রি হয়েছিল ২০-৩০ টাকায়। পেঁপে ও কাঁচামরিচের দাম কেজিতে ২০ টাকার মতো  বেড়েছে। 
মার্কেট-শপিংমল ফাঁকা ॥ পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে এখনো অনেকটা ফাঁকা রাজধানী ঢাকা। ফলে মার্কেট, শপিংমলে নেই ক্রেতা-বিক্রেতার চিরচেনা কোলাহল। বেশিরভাগ মার্কেটই ফঁকা, ক্রেতাশূন্য। ঈদের পর এখনো  খোলেনি অনেক দোকান।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মিরপুর-১ নম্বরে মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, হজরত শাহ আলী শপিং কমপ্লেক্স, মিরপুর নিউমার্কেট, মিরপুর শপিং কমপ্লেক্সসহ আশপাশের কয়েকটি মার্কেট ঘুরে এমন চিত্র দেখা যায়। পাইকারি ও খুচরা পোশাকের জন্য সুপরিচিত মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের নিচতলায় পাওয়া যায় সব বয়সের নারী-পুরুষের পোশাক।

ঈদের আগে এই মার্কেটে মানুষের এত ভিড় ছিল যে মার্কেটে প্রবেশ করাই ছিল প্রায় অসম্ভব। কিন্তু সেখানকার বেশিরভাগ  দোকানই এখন বন্ধ। যে কয়েকটি দোকান খোলা রয়েছে সেখানে অলস সময় পার করছেন ব্যবসায়ীরা। মিরপুর মাজার কো-অপারেটিভ মার্কেটের ব্যবসায়ী সেক আবুল  বলেন, সকালে একজন ক্রেতাও পাইনি।

নামাজের পর কয়েকজন এসেছিলেন। এই কয়দিন এমনই চলবে। আগামী রবিবার থেকে আশা করছি বেচাকেনা বাড়বে। মার্কেটগুলো বন্ধ থাকলেও দেশী বিভিন্ন ব্র্যান্ডের শোরুম খোলা রয়েছে। তবে এসব শোরুমেও ক্রেতা কম।

×