
.
বিদেশী অর্থ রেমিটেন্সের কারণে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ এখন ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। ঈদ উদ্যাপনে মা-বাবা ও আত্মীয়স্বজনকে এবার রেকর্ড বিদেশী অর্থ বা রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। মূলত তাদের রেমিটেন্সে বাড়ছে রিজার্ভ। ঈদের আগে মার্চ মাসে রেকর্ড রেমিটেন্সের পর এবার রিজার্ভ নিয়ে সুখবর দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মাস শেষ হওয়ার আগেই দেশের মোট রিজার্ভ ছাড়িয়েছে ২৫ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্যনুযায়ী, বৃহস্পতিবার (২৭ মার্চ) দেশের মোট রিজার্ভের পরিমাণ বেড়ে হয়েছে ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভের পরিমাণ ২০ দশমিক ২৯ বিলিয়ন ডলার। নিট রিজার্ভ গণনা করা হয়, আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। গ্রস রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।
মার্চের ৯ তারিখ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল বাবদ ১৭৫ কোটি ডলার পরিশোধ করায় গ্রস রিজার্ভ নেমে আসে ২৫ বিলিয়নের নিচে এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ২০ বিলিয়নের থেকেও কমে যায়। আকুর বিল পরিশোধের পর বিপিএম-৬ এর মান অনুযায়ী দেশের রিজার্ভ হয়েছিল ১৯ দশমিক ৭৫ বিলিয়ন ডলার, যা এ কয়দিনে আবার ২০ বিলিয়ন ডলারের ওপরে উঠে এসেছে। এর আগে মার্চে প্রথম ২৬ দিনে দেশে এসেছে ২ দশমিক ৯৪ বিলিয়ন ডলার রেমিটেন্স; যা দেশের ইতিহাসে যে কোনো মাসের তুলনায় সর্বোচ্চ।