ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

প্রায় তিন বিলিয়ন ডলারের রেকর্ড রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

প্রকাশিত: ২২:০৬, ২৮ মার্চ ২০২৫

প্রায় তিন বিলিয়ন ডলারের রেকর্ড রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

ছবি: সংগৃহীত

এবারের ঈদে প্রায় ৩০০ কোটি মার্কিন ডলারের রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা। অর্থপাচার কমে যাওয়ার ফলে বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে, যা প্রবাসী আয়ের নতুন এক মাইলফলক। ব্যাংকাররা জানাচ্ছেন, পরিবর্তিত পরিস্থিতিতে প্রবাসীরা এখন ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে আরও স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মাসের ২৬ দিনেই প্রায় ২৯৫ কোটি মার্কিন ডলারের রেমিটেন্স বাংলাদেশে পৌঁছেছে। এর মানে, প্রতিদিন গড়ে ১২ কোটি ডলার রেমিটেন্স এসেছে দেশে। ২৭ মার্চের শেষ কর্মদিবসে এই সংখ্যা তিন বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়ে যেতে পারে।

অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, "রোজার মাসে এক সপ্তাহেই ১৩০ মিলিয়ন ডলার এসেছে। এটা আরো দুই একদিনে আরো বাড়বে। শেষের দিকে আরো একটু বাড়ে। আর কুরবানির ঈদে আরো বেশি বাড়ে। যেহেতু কুরবানির জন্য মানুষ টাকা পাঠায় বেশি।"

ব্যাংকাররা বলছেন, রেমিটেন্সের প্রবৃদ্ধি ও ৮২ শতাংশের উত্থান ঘটানোর মূল কারণ হলো অর্থপাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং বৈধ পথে টাকা পাঠানোর সুযোগ বৃদ্ধি। জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, "অর্থপাচার বন্ধ হওয়ায় প্রবাসীরা বৈধ পথে টাকা পাঠানোর ক্ষেত্রে বেশি আগ্রহী। তারা এখন সহজেই ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে রেমিটেন্স পাঠাচ্ছে।"

বিশ্লেষকদের মতে, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি ধরে রাখতে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে প্রবাসীদের আয় পাঠানোর পথ সহজ ও বাধাহীন হয়।

 

 

সূত্র: https://www.youtube.com/watch?v=0mtLqPevVLE

আবীর

×