
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ
ঈদের ছুটিতে সবকিছু থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ছুটির সময় অর্থনীতিতে স্থবিরতা তৈরি হবে না। কারণ ঈদের ছুটিতে উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্য ঢাকায় থাকবেন। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এ কথাগুলো বলেন।
এদিকে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে চাল, এলএনজি ও সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া ৫১৫ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার ৬৭৮ টাকা ব্যয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর প্রধান কার্যালয়ের ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। ভবনটি হবে ১০ তলা বিশিষ্ট।
বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, দরকার হলে বন্ধের মধ্যে বৈঠক করব। আমাদের মধ্যে কথা হয়েছে। কেউ ছুটিতে বিদেশে গেলে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে বৈঠক করা হবে। নিয়মিত প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের ব্যবস্থা করার চিন্তা আছে বলেও জানান অর্থ উপদেষ্টা।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবি মির্জা আজিজুল ইসলাম যে ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি নিয়েছিলেন, তিনি এ ধরনের কিছু হাতে নেবেন কি না। সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এটা দেখব। তবে ১০০ দিনের কর্মসূচি থেকে ভালো হবে নিয়মিত প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা। অনুষ্ঠিত বৈঠকে টিসিবির মাধ্যমে আলু বিক্রির প্রস্তাব এসেছে বলে জানান অর্থ উপদেষ্টা।
তিনি বলেন, আলু এত বেশি কীভাবে টিসিবির মাধ্যমে বিক্রি করা যায়, সেই চিন্তা চলছে। একটা সমস্যা অবশ্য আছে। বেশি দামে কিনে সস্তা দামে দেওয়া অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। ক্রয় কমিটির বৈঠকে ১১টি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।
ভারত থেকে আসছে আরও ৫০ হাজার টন চাল ॥ ভারত থেকে আরও ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি করা হচ্ছে। এতে ২ কোটি ১২ লাখ ৩৮ হাজার ৫০০ মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় ২৫৯ কোটি ১১ লাখ টাকা ব্যয় হবে। ভারতের বগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড এ চাল সরবরাহ করবে। প্রতি টন চালের দাম ধরা হয়েছে ৪২৪ দশমিক ৭৭ মার্কিন ডলার।
এ ছাড়া ৫১৫ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার ৬৭৮ টাকা ব্যয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর প্রধান কার্যালয়ের ভবন নির্মাণ করা হবে। ভবনটি হবে ১০ তলা বিশিষ্ট। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কোটেশনের মাধ্যমে স্পট মার্কেট থেকে সিঙ্গাপুর থেকে এক কার্গো এবং যুক্তরাজ্য থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এতে ব্যয় হবে ১ হাজার ৩৬৬ কোটি ৮৭ লাখ ৮২ হাজার ৪০০ টাকা। সিঙ্গাপুরের গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এবং যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার প্রাইভেট লিমিটেডে থেকে এই এলএনজি আনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
এ ছাড়া রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়া ও সৌদি আরব থেকে ৭০ হাজার টন সার আমদানি করবে সরকার। এতে মোট ব্যয় হবে ৪১৮ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ২০০ টাকা। এর মধ্যে রাশিয়া থেকে ৩০ হাজার টন এমওপি সার এবং সৌদি আরব থেকে ৩০ হাজার টন এমওপি সার আনা হবে।
বৈঠক সূত্রে জানা যায়, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে সৌদি আরবের মা’আদেন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় চতুর্থ লটের ৪০ হাজার টন ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। এতে ব্যয় ধরা হয়েছে ৩০৬ কোটি ২২ লাখ টাকা। প্রতি টন সারের দাম ধরা হয়েছে ৬২৭ দশমিক ৫০ মার্কিন ডলার।