ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

এটিএম বুথে পর্যাপ্ত অর্থ ও নিরাপত্তা নিয়ে যা বললেন ব্যাংকাররা

প্রকাশিত: ১৪:০৭, ২৭ মার্চ ২০২৫

এটিএম বুথে পর্যাপ্ত অর্থ ও নিরাপত্তা নিয়ে যা বললেন ব্যাংকাররা

ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় নগদ টাকার জন্য একমাত্র ভরসা এটিএম বুথ। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রতিটি বুথে পর্যাপ্ত টাকা রাখার পাশাপাশি নিশ্চিত করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাও। ব্যাংকাররা বলছেন এরপরও কেন্দ্রীয়ভাবে ২৪ ঘন্টায় পর্যবেক্ষণ করা হবে প্রতিটি বুথ। তাই এবার এটিএম ব্যবহারে গ্রাহকদের ভোগান্তিতে পড়ার কোন আশঙ্কা নেই বলে জানিয়েছেন তাঁরা।

ঈদের আগে আজই শেষ হচ্ছে সাধারণ ব্যাংকিং কার্যক্রম। কাল থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। ৩ এপ্রিল নির্বাহী আদেশে ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। এর সাথে সাপ্তাহিক ছুটি যোগ হয় এবার টানা নয় দিন বন্ধ থাকবে ব্যাংক লেনদেন। এ সময় নগদ টাকার চাহিদা পূরণের একমাত্র মাধ্যম এটিএম বুথ। কিন্তু বুথে পর্যাপ্ত টাকা না থাকা এবং যান্ত্রিক ত্রুটির কারণে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয় গ্রাহকদের। তবে এবার ভোগান্তি কমাতে ব্যাংকগুলোতে আগেভাগেই উদ্যোগ নেয়া উচিত বলে মনে করেন গ্রাহকরা। 

ঈদের ছুটিতে এটিএম বুথ সার্বক্ষণিক সচল রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পর্যাপ্ত টাকা রাখার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। এ নির্দেশনা মেনে কাজ করছে ব্যাংকগুলো। তাই গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হবে না বলেও আশ্বাসে দিয়েছেন ব্যাংকাররা। 

কেনাকাটাসহ বিভিন্ন লেনদেনে ব্যবহার বেড়েছে কার্ড এবং মোবাইল ব্যাংকিংয়ের। তাই নগদ টাকার চাহিদা আগের চেয়ে কমেছে বলেও জানান ব্যাংকাররা।

এছাড়া এক ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার সুযোগ রয়েছে। তাই নগদ টাকা নিয়ে গ্রাহকদের কোন সমস্যায় পড়তে হবে না বলে আশা ব্যাংকারদের। 
 

সজিব

×