ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

বিহা’র আলোচনা সভা ও ইফতার আয়োজন অনুষ্ঠিত

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ১৯:২৩, ২৫ মার্চ ২০২৫

বিহা’র আলোচনা সভা ও ইফতার আয়োজন অনুষ্ঠিত

ছবি: দৈনিক জনকণ্ঠ

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা) সোমবার  (২৪ মার্চ) ঢাকার শেরাটন হোটেলে একটি বৈঠক এবং ইফতার অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশের আতিথেয়তা শিল্পের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

বিহা’র সভাপতি জনাব এইচ এম হাকিম আলী বৈঠকটি পরিচালনা করেন। বিহা সভাপতি বলেন, "আতিথেয়তা শিল্প বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। বিহা শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলা ও একটি উন্নয়নশীল ব্যবসায়িক পরিবেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। যৌথ আলোচনা ও কৌশলগত উদ্যোগের মাধ্যমে আমরা শিল্পের সেবার উৎকর্ষতা ও দেশের পর্যটন খাতের উন্নয়নে অবদান রাখতে চাই।"

বৈঠকে তিনটি প্রধান বিষয় নিয়ে আলোচনা হয়:

গরুর মাংস আমদানির সমস্যা: প্যান প্যাসিফিক সোনারগাঁও-এর জেনারেল ম্যানেজার, জনাব আসিফ আহমেদ আমদানি প্রক্রিয়ার বর্তমান চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন, যাতে আতিথেয়তা খাতে স্থিতিশীল ও মানসম্পন্ন সরবরাহ নিশ্চিত করা যায়।

অ্যালকোহলিক বেভারেজ সংক্রান্ত বিষয়: বেস্ট ওয়েস্টার্ন প্লাস ম্যাপল লিফ-এর নির্বাহী পরিচালক (অব.) লেফটেন্যান্ট কর্নেল নুরুল আলম অ্যালকোহলিক বেভারেজ কমিটির কার্যক্রমের আপডেট দেন। তারা একটি খসড়া চিঠি তৈরি করেছে যা ঈদের ছুটির পর স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।

বিহা চ্যাম্পিয়নস লিগ ২০২৫: ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি-এর জনাব সাখাওয়াত হোসেন ২০২৫ সালের বিহা চ্যাম্পিয়নস লিগ সম্পর্কে আপডেট দেন। এ টুর্নামেন্টটি আতিথেয়তা পেশাজীবীদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির জন্য আয়োজন করা হয়, যেখানে মোট ২০টি দল অংশগ্রহণ করবে।

বৈঠক শেষে অতিথিরা একত্রে মনোজ্ঞ ইফতার উপভোগ করেন যা শিল্প নেতাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়তা করে। এই সভা ও ইফতার অনুষ্ঠানটি বিহার পক্ষ থেকে শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলা এবং সেবার উৎকর্ষতা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

বিহা বাংলাদেশের আতিথেয়তা শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং টেকসই প্রবৃদ্ধি ও সেবার উৎকর্ষতা অর্জনের জন্য কাজ করে যাচ্ছে।

শিহাব

×