ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

রেমিট্যান্সে নতুন মাইলফলক: ২২ দিনে ২৪৪ কোটি ডলার!

প্রকাশিত: ১৮:৩০, ২৩ মার্চ ২০২৫

রেমিট্যান্সে নতুন মাইলফলক: ২২ দিনে ২৪৪ কোটি ডলার!

প্রবাসী আয় বা রেমিট্যান্সে নতুন রেকর্ড গড়ার আভাস পাওয়া যাচ্ছে। মার্চের প্রথম ২২ দিনেই এসেছে ২৪৪ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯,৭৬৮ কোটি টাকা। প্রতিদিন গড়ে ১১ কোটি ডলার দেশে আসছে, যা চলতি মাসের শেষে তিন বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁতে পারে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে সর্বোচ্চ ২৬৪ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা নতুন করে ভাঙার সম্ভাবনা দেখা দিয়েছে। ব্যাংকিং চ্যানেলের প্রতিযোগিতামূলক ডলারের দর এবং হুন্ডির কার্যক্রম কমে যাওয়ার কারণে প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হচ্ছেন। 

আলোচিত ২২ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ কোটি ডলার। বিশেষায়িত ২ ব্যাংকের মধ্যে এক ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে প্রায় ২০ কোটি ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭০ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৫ লাখ ৭০ হাজার ডলার। তবে এ সময়ে রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ৭টি। এর মধ্যে রয়েছে রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক এবং পদ্মা ব্যাংক। আর বিদেশি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক।

সরকারের নতুন কার্যক্রম, রাজনৈতিক স্থিতিশীলতা, এবং আসন্ন ঈদকে কেন্দ্র করে রেমিট্যান্স প্রবাহ আরও বেড়েছে। অর্থনীতির জন্য এ ইতিবাচক ধারা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

রাজু

×