ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

দেশের অর্থনীতিকে আওয়ামী সরকার ছাই করে ফেলেছে!

অর্থনৈতিক রিপোর্টার:

প্রকাশিত: ২৩:৫৫, ২১ মার্চ ২০২৫

দেশের অর্থনীতিকে আওয়ামী সরকার ছাই করে ফেলেছে!

ছবি : জনকণ্ঠ

ব্যাংকিং খাতে চরম দুরবস্থা চলছে।  বিভিন্ন সংগঠনের নাম করে বিগত সরকার টাকা পাচার করছে। সে অর্থ ফিরিয়ে আনতে বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার যে টাকা পাচার করছে তা দিয়ে ৬৬ টা পদ্মা সেতু করা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (জেবিএবি) নেতারা।

রাজধানীর নয়াপল্টনের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান এবং সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন। 

"ব্যাংকিং খাতের দুরবস্থা ও উত্তরণের উপায়" শীর্ষক আলোচনা সভার সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. ইকবাল হোসেন।

তারা বলেন, সরকার কর্তৃক ব্যাংকিং খাতে লুটপাট  বিশ্বে বাংলাদেশে প্রথম। এই ঘটনা আর কোথাও ঘটেনি। পরিকল্পনা করে আওয়ামী সরকার দেশের অর্থনীতি ভস্মীভূত করে ছাই করে দিয়েছে।  দেশের অর্থনীতির এই অবস্থা থেকে ফেরাতে ব্যাংকারদের আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। 

বক্তারা বলেন, খেলাপী ঋণ এখন ব্যাংক খাতের বড় মাথা ব্যথা। যে কোনো সময় থেকে এখন ঋণ খেলাপি বেশি। বেসরকারি ব্যাংকে এখন বিতরণ করা ঋণের ২০ শতাংশই খেলাপি। যা সরকারি ব্যাংকে এখন ৪০ শতাংশ। বেক্সিমকো ও এসআলম খেলাপিদের মধ্যে শীর্ষে। বর্তমান গভর্নরের নেতৃত্বে ১১ ব্যাংক বন্ধের দারপ্রান্তে। সালমান এফ রহমান ও এসআলম গ্রুপ ব্যাংক লুটের ট্রাম্প কার্ট। এদেরকে বিচারের আওতায় আনতে হবে।

বিশেষ অতিথি বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন, ব্যাংক খাতের অনিয়ম করে হাসিনা দেশকে ধ্বংস করেছে। তারা সাধারণ মানুষের আমানত লুট করে পাচার করেছে। দেশের এই দুরাবস্থার জন্য দায়ী হাসিনা সরকার। তারা আমাদের সংস্কৃতিসহ প্রতিটি সেক্টর নষ্ট করেছে। রাজনৈতিক সাংস্কৃতিক একদম শেষ করে দিয়েছে। রাজনীতি করাই যেন পাপ। গুম, অপহরণ ও ধর্ষণ করা তাদের কাছে স্বাভাবিক ছিলো। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের জন্য এখন নতুন করে স্বপ্ন দেখছে। দেশ ঘুরে দাড়াবে আপনাদের সহযোগীতা প্রয়োজন।

সহ-সাংগঠনিক মাসুকুর রহমান বলেন,  ফ্যাসিস্টরা ধ্বংস করে দিয়েছে দেশকে। এসআলম ও সালমানরা দেশকে ডুবিয়ে ফেলেছ। এখান থেকে উত্তরণের উপায় পাচারের টাকা ফেরত আনতে হবে। এবং শাস্তি নিশ্চিত করতে হবে। পাচারের টাকা ফেরত আনার জন্য গণতান্ত্রিক ধারা রক্ষা করার কাজে বিএনপির কর্মীদের সহায়তা করতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, সোনালী ব্যাংকের সভাপতি মাহবুব সোহেল বাপ্পী এবং সাধারণ সম্পাদক মো. শাহে আলম প্রমুখ।
 

/মো. মহিউদ্দিন

×