
ছবি: সংগৃহীত
চলতি মাসের প্রথম ১৯ দিনে দেশে এসেছে ২২৫ কোটি ২০ লাখ টাকা মার্কিন ডলারের রেমিটেন্স। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছিল ২৭,৪৭৪ কোটি ৪০ লাখ টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৮৫ লাখ ডলার রেমিটেন্স।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মার্চের প্রথম ১৯ দিনে দেশে এসেছে ২২৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিটেন্স। আর গত বছরের একই সময়ে এসেছিল ১২৬ কোটি ২০ লাখ টাকা। বছর ব্যবধানে রেমিটেন্স বেড়েছে ৭৮.৪%।
এদিকে গত ফেব্রুয়ারিতে ও জানুয়ারিতে প্রথম দিকে ১৯ দিনে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে ১৬৬ কোটি ৬৩ লাখ ডলার ও ১২৭ কোটি ৩০ লাখ ডলার। এই হিসেবে মার্চের ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। শুধু ১৯ মার্চ এক দিনেই রেমিটেন্স এসেছে ১৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার।
সংশ্লিষ্টরা বলছেন ঈদকে সামনে রেখে দেশের স্বজনদের কাছে বিপুল পরিমাণে অর্থ পাঠাচ্ছে প্রবাসীরা। এতে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসের শেষে রেমিটেন্স ৩০০ কোটি ডলার ছাড়াবে।
সূত্র: https://www.youtube.com/watch?v=-sRAz-Rh638
আবীর