
ভোজ্যতেল আমদানির ওপর শুল্ক ছাড়
ঈদুল ফিতর ও ঈদুল আজহার আগে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি মূল্য স্থিতিশীল রাখতে সয়াবিন, পাম অয়েল সানফ্লাওয়ার ও ক্যানলাসহ সব ধরনের ভোজ্যতেল আমদানির ওপর শুল্ক করাদি অব্যাহতি আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এ বিষয়ে মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে চিঠি দিয়েছে ট্যারিফ কমিশন।
এর আগে, সর্বশেষ গত ১৫ ডিসেম্বর এসব পণ্যে শুল্ক কর অব্যাহতি দিয়ে এসআরও জারি করে সরকার, যার মেয়াদ আগামী ৩১ মার্চ শেষ হবে। চিঠিতে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সয়াবিন, পাম, সানফ্লাওয়ার ও ক্যানোলার মতো ভোজ্যতেলের মূল্য স্থিতিশীল রাখতে এবং সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে শুল্ক করাদি অব্যাহতির মেয়াদ আগামী ৩০ জুন, ২০২৫ তারিখ পর্যন্ত বাড়ানো হলে সার্বিকভাবে অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে স্থানীয় বাজারে ভোজ্যতেলের সরবরাহ ও মূল্য স্থিতিশীল থাকবে।
একইসঙ্গে ভোক্তাসাধারণের স্বার্থ সংরক্ষিত হবে বলে মনে করে কমিশন। এর আগে, গত ১০ মার্চ বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট আমদানিকারকরা মূসক/শুল্ক-করাদি রেয়াত সংক্রান্ত এসআরও এর মেয়াদ বৃদ্ধির জন্য বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে আবেদন করেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।