
তামাক পণ্যের ওপর কর বৃদ্ধির পরিবর্তে কাঠামোগত সংস্কার
আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে তামাক পণ্যের ওপর কর বৃদ্ধির পরিবর্তে কাঠামোগত সংস্কারের প্রস্তাব করেছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (এটিএমএ বা আত্মা)। সংগঠনটি সিগারেটে বিদ্যমান মূল্য ৪ স্তর বা কাঠামোর পরিবর্তে ৩টি স্তরে করার প্রস্তাব করেছে।
এ ছাড়া বিড়িতে শুল্ক বৃদ্ধি ও গুল-জর্দায় সম্পূরক শুল্ক আরোপসহ ৫ বছর মেয়াদি সহজ ও কার্যকর তামাক কর নীতি প্রণয়নে সরকারের প্রতি দাবি জানিয়েছে। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রাক বাজেট বিষয়ক এক আলোচনায় সংগঠটির পক্ষে এসব প্রস্তাব তুলে ধরেন। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আবদুর রহমান খান।
এসময় জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তাদের উপস্থিতিতে আত্মার প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন দৈনিক জনকণ্ঠের সিটি এডিটর কাওসার রহমান, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান, আত্মার কনভেনর মর্তুজা হায়দার লিটন এবং কো-কনভেনর মিজান চৌধুরী।
এনবিআর কার্যালয়ে আয়োজিত এই প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটির পক্ষে বলা হয়, গত বছরের ১০ ডিসেম্বর আত্মার সঙ্গে বৈঠকের প্রেক্ষিতে অর্থবছরের মধ্যবর্তী সময়ে সব ধরনের সিগারেটের ওপর ৬৭ শতাংশ বর্ধিত কর ও শুল্ক আরোপ করে এনবিআর। এতে যেহেতু অর্থবছরের মাঝপথে একবার সিগারেটের শুল্ক বৃদ্ধি হয়েছে, তাই আসন্ন বাজেটে পুনরায় সিগারেটের ওপর শুল্ক বা কর বৃদ্ধির পরিবর্তে কাঠামোগত সংস্কার চায় আত্মা।
বৈঠকে আত্মার পক্ষ থেকে প্রস্তাব তুলে ধরে বলা হয়, বর্তমানে সিগারেটে ৪টি স্তর বা কাঠামো রয়েছে। এগুলো হলো- প্রিমিয়াম, উচ্চ, মধ্যম ও নি¤œ। যেহেতু মধ্যম ও নি¤œ স্তরের সিগারেটে দামের পার্থক্য খুবই সামান্য, তাই মধ্যম ও নি¤œ স্তরকে একীভূত করে একটি স্তর করার প্রস্তাব আত্মার। এর ফলে প্রতি ১০ শলাকার সিগারেটের সর্বনি¤œ মূল্য হবে ৯০ টাকা।
এছাড়া উচ্চ স্তরে ১০ শলাকার সিগারেটের মূল্য পূর্বের ন্যায় ১৪০ টাকা বহাল রেখে প্রিমিয়াম স্তরের সিগারেটের মূল্য ১৮৫ টাকার পরিবর্তে ১৯০ টাকার করার প্রস্তাব করেছে সংগঠনটি। সংগঠনটি বিড়ির ক্ষেত্রে অভিন্ন করভারের দাবি জানিয়ে বলে, ফিল্টারসহ ও ফিল্টার ছাড়া বিড়িতে সম্পূরক শুল্ক চূড়ান্ত খুচরা মূল্যের ৪৫ শতাংশ করা।
অর্থাৎ প্রতি ২৫ শলাকার ফিল্টারহীন বিড়ি ১৮ টাকার পরিবর্তে ২৫ এবং ২০ শলাকার বিড়ি ১৯ টাকার পরিবর্তে ২০ টাকা নির্ধারণ করা। এক্ষেত্রে বর্তমানে সম্পূরক শুল্ক ৩০ শতাংশ আছে। এছাড়া জর্দা ও গুল এর সম্পূরক শুল্ক ৫৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৬০ শতাংশ করার দাবি জানিয়েছে সংগঠনটি।
আত্মার তামাকজাত পণ্যের কাঠামোগত সংস্কারের মধ্যে অন্যতম সিগারেটের ৪ স্তরের পরিবর্তে ৩ স্তরে নামিয়ে আনা। এক্ষেত্রে সংগঠনটি তাদের প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, সিগারেটের ৪টি মূল্যস্তর থাকায় তামাক কর ও মূল্য পদক্ষেপ সঠিকভাবে কাজ করছে না। তাই নি¤œ ও মধ্যম স্তরে একত্রিত করে সিগারেটের ৩টি স্তর নির্ধারণ করা প্রয়োজন।
এভাবে ভবিষ্যতে পর্যায়ক্রমে উচ্চ ও প্রিমিয়াম স্তরকে একত্রিত করে দুটি স্তর এবং পরবর্তীতে বিদ্যমান থাকা দুটি স্তরকে একত্রিত করে মাত্র ১টি স্তরে নামিয়ে আনা। এর ফলে সিগারেটের একটি মূল্য হারই প্রযোজ্য হবে। ফলে উচ্চ ও নি¤œ স্তরের দামের ব্যবধান না থাকায় নি¤œ স্তরের ভোক্তারা সিগারেট গ্রহণে নিরুৎসাহিত হবে। একইসঙ্গে সংগঠনের তরফে তামাকের ব্যবহার হ্রাস এবং রাজস্ব বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালনে একটি সহজ ও কার্যকর তামাক কর নীতি প্রণয়নের প্রস্তাবও করা হয়।
বৈঠকে আত্মার পক্ষ থেকে জানানো হয়, এই প্রস্তাব অনুযায়ী রাজস্ব আরোপ করা হলে আগামী অর্থবছরে ২০ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় হবে। এ ছাড়া ২৪ লাখ প্রাপ্ত বয়স্ক ধূমপান থেকে বিরত এবং ১৭ লাখ তরুণ ধূমপান শুরু করা থেকে নিরুৎসাহিত হবে।