ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

যেভাবে রেমিটেন্সের আড়ালে ৭৩০ কোটি টাকার ভয়াবহ কর ফাঁকি!

প্রকাশিত: ২১:২৩, ১৭ মার্চ ২০২৫

যেভাবে রেমিটেন্সের আড়ালে ৭৩০ কোটি টাকার ভয়াবহ কর ফাঁকি!

ছবি: সংগৃহীত

কনসালটেন্সি ফি’র নামে ৭৩০ কোটি টাকা বিদেশ থেকে এনেছেন এক ব্যক্তি, যা বিপুল পরিমাণ কর ফাঁকির ইঙ্গিত দেয় বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান। 

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

কর্মকর্তারা জানান, গোয়েন্দা নজরদারিতে ধরা পড়া ওই ব্যক্তি একজন ব্যবসায়ী এবং তিনি চীন থেকে বিপুল পরিমাণ অর্থ এনেছেন। আইন অনুযায়ী এ অর্থের বিপরীতে কর পরিশোধ করা হলেও বড় অংশ গোপন রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তারা আরও জানান, অর্থপাচার ও কর ফাঁকি বড় ধরনের অপরাধ হলেও পূর্ববর্তী সরকারের সময় এসব অপরাধকে তেমন গুরুত্ব দেওয়া হতো না। রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা, আমলা ও ব্যবসায়ীদের অনেকেই কর ফাঁকি দিয়েছেন এবং বিদেশে অর্থপাচার করেছেন। 

বর্তমানে কর হিসাব মিলাতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা। কর আদায় প্রক্রিয়া চলমান থাকায় অভিযুক্ত ব্যক্তির নাম ও পরিচয় গোপন রাখা হয়েছে।

এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, "আপনারা শুনলে আশ্চর্য হবেন, এমন একটি ট্যাক্স পাওয়া গেছে—যেখানে একজন ব্যক্তি ৭৩০ কোটি টাকা এনেছেন এবং এর বিপরীতে কর ফাঁকি দেওয়া হয়েছে।"

বৈষম্য কমাতে ধনীদের কাছ থেকে আবারও সম্পদকর আদায়ের পরিকল্পনার কথা জানান এনবিআর চেয়ারম্যান।

আলোচনায় কর্পোরেট কর কমানোসহ বিভিন্ন দাবি উত্থাপন করেন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনগুলোর প্রতিনিধিরা।

শিলা ইসলাম

×